/indian-express-bangla/media/media_files/2025/02/24/p5FiaZ8IXqX2yZOpAvBh.jpg)
University of Gour Banga: মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।
students are not getting the certificate even after passing from University of Gour Banga: মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ সমার্বতন অনুষ্ঠান। আর এই সমাবর্তন বন্ধের জেরে ঘোর বিপাকে পড়তে হচ্ছে পাশ করা ছাত্রছাত্রীদের। রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের জেরেই দীর্ঘ ৮ বছর ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বন্ধ, এর ফলে পাশ করেও সার্টিফিকেট পাচ্ছেন না পড়ুয়ারা। যার জেরে উচ্চ শিক্ষা কিংবা চাকরি ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীদের।
সমাবর্তন অনুষ্ঠান না হওযায় প্রভেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাতে হচ্ছে পড়ুয়াদের। যার মেয়াদ মাত্র ৬ মাস। ফলে সার্টিফিকেটের জন্য বারবার বিশ্ববিদ্যালয়ে ছুটতে হচ্ছে পাশ করা ছাত্র-ছাত্রীদের। সার্টিফিকেটের এই সমস্যার কথা উপাচার্য বা রেজিস্টারদের জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরাই। তবে এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্বজিৎ দাস।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্বজিৎ দাস বলেন, "রাজভবন থেকে অনুমতি না মেলায় এই সমস্যা হচ্ছে।" এদিকে, মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীদের সার্টিফিকেট না দেওয়ার বিষয়টিতে রাজ্যপালকেই দুষছে তৃণমূল। মালদা জেলা তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, "বিশ্ববিদ্যালয়গুলির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছেন রাজ্যপাল। তাই সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন মিলছে না।"
তবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছে BJP। দক্ষিণ মালদার BJP-র সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, "সমাবর্তন অনুষ্ঠানের নামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাই এই অনুষ্ঠান দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এখন আচার্যের ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা হচ্ছে।"