/indian-express-bangla/media/media_files/2025/02/24/wZYoqdIL3s84qUMncso8.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: চন্দননগর থেকে গাড়িতে সহকর্মীদের নিয়ে গয়ার পথে যাচ্ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক কর্মী। পথে পূর্ব বর্ধমানের পানাগড়ে গাড়ি উল্টে তাঁর মৃত্যু হয়েছে। বুদবুদের কাছে তাঁদের গাড়িটি ধাওয়া করছিল অন্য একটি গাড়ি। সুতন্দ্রাদের গাড়িচালকের দাবি, "পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরেই ওদের গাড়িটা (যুবকদের গাড়ি) আমাদের গাড়িতে এসে ধাক্কা দেয়। ম্যাডামের দিকে হাত নেড়ে অশ্লীল ইঙ্গিত করছিল ওরা। আমি গাড়ি থামালে ওরা ম্যাডামকে নামিয়ে তুলে নিয়ে চলে যেতে পারত।"
বাংলাদেশের কক্সবাজার বিমানবন্দরের কাছে বিমানবাহিনীর নির্মীয়মান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে দাবি করা হয়েছে। অতর্কিতে এই হামলার জেরে এক তরুণের মৃত্যু হয়েছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, সোমবার বাংলাদেশের সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানবাহিনীর নির্মীয়মাণ একটি ঘাঁটিতে হামলা চালায় কয়েকজন।
খাস কলকাতা শহরে সোমবার সকালে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। কলকাতার ওয়েলিংটন মোড় এবং রবীন্দ্র সদনের এক্সাইড মোড়ে এই দুটি দুর্ঘটনা ঘটে। ওয়েলিংটন মোড়ে এক প্রবীণ মহিলাকে একটি স্কুল বাস ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে মাঝবয়সী মহিলা রাস্তা পেরোচ্ছিলেন। বেপরোয়া একটি বাস তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়েছে।
-
Feb 24, 2025 18:00 IST
West Bengal News Live: ঘুমের ওষুধ খাইয়ে অশ্লীল ছবি নাবালিকার, গ্রেফতার ৪ যুবক
নাবালিকাকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অশ্লীল ছবি তোলার অভিযোগে পুরাতন মালদা থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ডের রাঁচি জেলার পুলিশ। সোমবার পুরাতন মালদার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করেছে রাঁচি জেলার পুলিশ। যদিও এই ঘটনায় আরও একজন গা ঢাকা দেওয়ায় তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
-
Feb 24, 2025 15:46 IST
West Bengal News Live: ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বড় ঘোষণা
সরকারি চাকরি করা চিকিৎসকদের একাংশ হাসপাতালের চেয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখাতেই বেশি সময় দেন, বহু ক্ষেত্রে এমন অভিযোগ ওঠে। সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে সেই বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
Feb 24, 2025 14:29 IST
West Bengal News Live: হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
মজে যাওয়া পুকুর সংস্কারের সময় উদ্ধার প্রায় হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি। পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়ার দে পাড়ার ঘটনা। মূর্তিটি দেখতে এলাকার বহু মানুষ পুকুর পাড়ে ভিড় জমান। অনেকে ধুপ-ধুনো জ্বালিয়ে ফুল ছড়িয়ে 'বিষ্ণুদেব'-এর পুজো শুরু করে দেন। ওই গ্রামে মন্দির গড়ে মূর্তিটির প্রতিষ্ঠার দাবি করেছেন কেউ কেউ। তবে আপাতত মেমারির সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ মূর্তির্টি নিজেদের হেফাজতে রেখেছে। প্রাচীন পাথরের বিষ্ণুমূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের
সংগ্রহশালায় পাঠানো হবে বলে জানা গিয়েছে। -
Feb 24, 2025 14:26 IST
West Bengal News Live:বেঘোরে প্রাণ খোয়ালেন বাংলার ৫ পর্যটক
গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে বেরিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার ৫ পর্যটকের। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আও ৪ জন। মৃতদের মধ্যে ৪ জন বর্ধমান শহরের এবং একজন আসানসোলের বাসিন্দা। বর্ধমান শহরের ৪ মৃতের মধ্যে একই পরিবারের ৩ সদস্য রয়েছেন। এঁরা ছাড়াও আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি গুজরাত নিবাসী পর্যটকদের গাড়ির চালক।
বিস্তারিত পড়ুন- Accident: গুজরাতে বেড়াতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, বেঘোরে প্রাণ খোয়ালেন বাংলার ৫ পর্যটক
-
Feb 24, 2025 13:35 IST
West Bengal News Live:বেতন বাড়ছে ডাক্তারদের
চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্টার্ন, হাউস স্টাফদের বেতন ১০ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এক লপ্তে সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়ছে ১৫,০০০ টাকা।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: বেতন বাড়ছে ডাক্তারদের, মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ডেড চিকিৎসকদের নিয়েও বড় ঘোষণা
-
Feb 24, 2025 12:40 IST
West Bengal News Live:ট্যাংরা কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
ট্যাংরা কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। দে পরিবারের দুই ভাইয়ের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জেনেছেন, সন্তানদের পরীক্ষার জন্যই পিছিয়ে যায় 'আত্মহত্যার দিন'। পুলিশি জেরায় প্রণয় দে এবং প্রসূন দে জানিয়েছেন, তাঁদের বাড়ির দুই সন্তান পরীক্ষার জন্য ভালো রকমের প্রস্তুতি নিয়েছিল। সেই কারণেই পরীক্ষার আগেই সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে তাঁরা পিছিয়ে এসেছিলেন। তাঁরা ঠিক করেছিলেন, সন্তানদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই সপরিবারে আত্মহত্যা করবেন। কোটি-কোটি টাকা ঋণের বোঝা থেকে পরিত্রাণ পেতেই সপরিবারে আত্মহত্যা করার সিদ্ধান্ত তাঁরা নিয়েছিলেন বলে দাবি করেছেন। এমনই খবর সংবাদ মাধ্যম সূত্রের।
-
Feb 24, 2025 11:37 IST
West Bengal News Live:২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলন
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক সক্রিয়তা আরও বাড়াতে এবং ভোট প্রস্তুতির নানা কর্মসূচি নিয়ে আলোচনা করতে দলের রাজ্য সম্মেলনের দিন ঘোষণা করেছে তৃণমূল। আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সম্মেলনের আগে গতকাল বিকেলে কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন তৃণমূল নেত্রী।
-
Feb 24, 2025 11:17 IST
West Bengal News Live:নয়া অস্বস্তি জ্যোতিপ্রিয়র
জামিনে জেলমুক্তির পর এবার এক নয়া অস্বস্তিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই চার্জশিটে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে শুরু করে বেশ কয়েকজনের।
বিস্তারিত পড়ুন- Jyotipriya Mallick: জামিনে মুক্তির পরেও নয়া অস্বস্তি জ্যোতিপ্রিয়র, রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির
-
Feb 24, 2025 10:34 IST
West Bengal News Live:ডেকরেটর্স ব্যবসায়ীকে মারধরের চেষ্টা
অন্যায় কাজের প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর গভর্মেন্ট কলোনি এলাকায়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় তৃণমূল দলের ওই কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী যুবক চন্দন চক্রবর্তী জানিয়েছেন, তিনি ডেকরেটর্সের ব্যবসা করেন। সেই কারণে একটি অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির জন্য বাড়ির পাশে দুর্গা মণ্ডপের মাঠে ডেকরেটর্সের সামগ্রী রেখেছিলেন।
বিস্তারিত পড়ুন- Malda News: ডেকরেটর্স ব্যবসায়ীকে মারধরের চেষ্টা, প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর
-
Feb 24, 2025 09:38 IST
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার মাশুল গুণছেন পড়ুয়ারা
মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ সমার্বতন অনুষ্ঠান। আর এই সমাবর্তন বন্ধের জেরে ঘোর বিপাকে পড়তে হচ্ছে পাশ করা ছাত্রছাত্রীদের। রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের জেরেই দীর্ঘ ৮ বছর ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বন্ধ, এর ফলে পাশ করেও সার্টিফিকেট পাচ্ছেন না পড়ুয়ারা। যার জেরে উচ্চ শিক্ষা কিংবা চাকরি ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীদের।
বিস্তারিত পড়ুন-Malda News: পাশ করেও মিলছে না সার্টিফিকেট, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার মাশুল গুণছেন পড়ুয়ারা
-
Feb 24, 2025 09:08 IST
West Bengal News Live: এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জেলায়-জেলায়। তবে রবিবার বেলা বাড়ার পর থেকেই অনেক জেলায় আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে। তবে এবার বড়সড় বদল আসতে চলেছে আবহাওয়ায়। এক ধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ, ফাল্গুনে শীতের কামব্যাক? বৃষ্টি নিয়ে বড় আপডেট