Suchetan Bhattacharjee Received Transgender Certificate: লিঙ্গ বদল করে 'সুচেতনা' থেকে 'সুচেতন' হওয়ার লড়াই চালাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একমাত্র সন্তান। গত বছরে যা প্রকাশ্যে আসে। এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন সুচেতন। বলেছিলেন, 'যিনি মানসিক ভাবে পুরুষ মনে করেন, তিনিও পুরুষ। যেমন আমি। আমি নিজেকে মানসিক ভাবে পুরুষ বলেই মনে করি। আমি এখন সেটা শারীরিক ভাবেও হতে চাই।' সেই বদলের লড়াইতে একধাপ এগোলেন তিনি। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ডিসেম্বরের ৫ তারিখ বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন রূপান্তরকামী সরকারি পরিচয়পত্র পেয়েছেন।
২০১৯ এবং ২০২০ সালের তৃতীয় লিঙ্গের সুরক্ষা আইনে পরিচয়পত্রটি সুচেতনকে দেওয়া হয়েছে। আপাতত প্রাপ্ত রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার পরিচয়পত্র পাওয়ার সুবাদে তিনি তাঁর ব্যাঙ্ক, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, পাসপোর্ট সহ নানা সরকারি নথিতে নাম এবং লিঙ্গ বদল করার জন্য আবেদন করতে পারবেন। সূত্রের খবর, এবার কিছু শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে সুচেতনকে। সেই প্রক্রিয়া শেষ হলেই সুচেতন ট্রান্সম্যান পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।
তবে
আরও পড়ুন- ‘আমার একটুও দুঃখ হচ্ছে না…’, উস্তাদজীর প্রয়াণে মুহূর্ত উদযাপন মীরের
সুচেতন যে সরকারি পরিচয়পত্রটি পেয়েছেন তার শিরোনামে উল্লেখ রয়েছে, 'ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড'। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান। লিঙ্গের কলমে লেখা রয়েছে 'ট্রান্সজেন্ডার'। বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউয়ের ঠিকানাতেই সুচেতন ভট্টাচার্যের অফিসিয়াল ঠিকানা।
আরও পড়ুন- এখনও অধরা শাহজাহান! পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ED-র
লিঙ্গ বদলের আগে লিঙ্গ পরিবর্তনকামীদের সঙ্গে রাজ্য প্রশাসনের আধিকারিকরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। সুচেতনের ক্ষেত্রেও তাই হয়েছে। তারপরই রূপান্তরকামী পরিচয়পত্র পেয়েছেন বুদ্ধদেববাবুর সন্তান।