Sujay Krishna Bhadra:ফের চর্চায় সুজয়কৃষ্ণ ভদ্র! অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল? নাকি ফের জেলে কালীঘাটের কাকু?

Kalighater Kaku: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রষ প্রথমে ইডি এবং পরে সিবিআই তাকে গ্রেফতার করেছিল।

Kalighater Kaku: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রষ প্রথমে ইডি এবং পরে সিবিআই তাকে গ্রেফতার করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sujay Krishna Bhadra interim bail extension,  Calcutta High Court extends bail  ,Kalighater Kaku bail extension,  recruitment scam bail,  interim bail till August 31 2025,  school job scam accused bail  ,bail conditions Behala residence,সুজয় কৃষ্ণ ভদ্র অন্তর্বর্তী জামিন বৃদ্ধি  ,কলকাতা হাইকোর্ট জামিন বাড়াল  ,কালীঘাটের কাকু জামিন,  নিয়োগ দুর্নীতি মামলায় জামিন  ,হাইকোর্ট জামিন ৩১ আগষ্ট,  চাকরি দুর্নীতি মামলা,  বেহালার বাড়ি জামিন শর্ত

Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্র।

Sujay Krishna Bhadra-Kalighater Kaku:অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ দুর্নীতির মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ। নিয়োগ দুর্নীতির মামলায় দুই কেন্দ্রীয় সংস্থা ED ও CBI গ্রেফতার করেছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। জেলা থাকাকালীন বারবার তিনি অসুস্থ হয়েছেন। শেষমেশ কলকাতা হাইকোর্ট তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে।

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি এবং পরে সিবিআই গ্রেফতার করেছিল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র কে। তবে জেলে থাকাকালীন একাধিকবার শারীরিক অসুস্থতার দরুন হাসপাতালে ভর্তি হতে হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সুজয়কৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করেছিল হাইকোর্ট। তবে জামিন দেওয়া হলেও তাকে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল।

চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও প্রয়োজনে তিনি বাড়ির বাইরে যেতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিল আদালত। এমনকী বাড়িতে তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রেও রীতিমতো বিধি-নিষেধ আরো করা হয়েছিল। চাইলেই কেউ তাঁর সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করতে পারবেন না। আজ আদালত জানিয়েছে আত্মীয়দের যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারেন।

Advertisment

আরও পড়ুন- Amit Malviya allegations:'মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার প্রকাশ্যে', বিস্ফোরক ভিডিও পোস্টে মারাত্মক অভিযোগ মালব্যর

বেহালার বাড়ির ঠিকানা বদলে অন্যত্র থাকার আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সেই আর্জি আইনজীবী মারফত আদালতে জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। তবে এদিন তার সেই আবেদনে মান্যতা না দিলেও আপাতত শুধুমাত্র তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন- Amit Malviya allegations:'মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার প্রকাশ্যে', বিস্ফোরক ভিডিও পোস্টে মারাত্মক অভিযোগ মালব্যর

Calcutta High Court Anticipatory Bail kalighater kaku Sujaykrishna Bhadra