Amit Malviya allegations:'মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার প্রকাশ্যে', বিস্ফোরক ভিডিও পোস্টে মারাত্মক অভিযোগ মালব্যর

NRC controversy: এরাজ্যের নাগরিকদেরও পড়শি বিজেপি শাসিত রাজ্য অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে সোচ্চার হয়েছেন।

NRC controversy: এরাজ্যের নাগরিকদেরও পড়শি বিজেপি শাসিত রাজ্য অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে সোচ্চার হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NRC controversy,  Mamata Banerjee false claims,  Falakata woman video,  Amit Malviya allegations,  BJP vs TMC,  Citizenship issue,  Voter list revision,  Bangladeshi infiltration,  Rohingya debate  ,North Bengal politics ,anjali sil,এনআরসি বিতর্ক  ,মমতা ব্যানার্জি মিথ্যাচার,  ফালাকাটা মহিলা ভিডিও  ,অমিত মালব্য অভিযোগ  ,বিজেপি বনাম তৃণমূল  ,নাগরিকত্ব ইস্যু  ,ভোটার তালিকা সংশোধন,  বাংলাদেশি অনুপ্রবেশ  ,রোহিঙ্গা বিতর্ক  ,উত্তরবঙ্গ রাজনীতি

Amit Malviya & Mamata Banerjee: অমিত মালব্য ও মমতা বন্দ্যোপাধ্যায়।

NRC controversy:এবার NRC ইস্যুতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল BJP-র। এক্স হ্যান্ডলে আলিপুরদুয়ারের ফালাকাটার এক মহিলার একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সেই ভিডিওটি পোস্ট করে মালব্য লিখেছেন, "নির্বাচনের আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন।"

Advertisment

বিজেপি নেতা অমিত মালব্যের পোস্ট করা একটি ভিডিও-য় অঞ্জলি শীল নামে এক মহিলা বলছেন, "আমি কোনও নোটিশ পাইনি। আমাকে আলিপুর থেকে ফোন করেছিল। আমার বাপের বাড়ি অসমে। আমার শ্বশুরবাড়িও অসমে। কিন্তু বিয়ের পর থেকে ফালাকাটার জটেশ্বরে থাকছি গত ৩০ বছর ধরে। আমার বাপের বাড়িতে কোনও নোটিশ পৌঁছোয়নি। আমি তো বুঝতেই পারছি না এখন কী করব। এখানে আমার আধার কার্ড, জব কার্ড, ব্যাঙ্কের বই সব আছে। তবে সত্যিই যদি নোটিশ পাই তবে আইন অনুযায়ী এগোব।"

বিজেপি নেতা অমিত মালব্যর দাবি ফালাকাটার গৃহবধূ অঞ্জলি শীলকে এই রহস্যময় নোটিশ পাঠানোর কথা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানি ছড়াতেই প্রকাশ্যে আনা হচ্ছে। এমনকী এই সব এনআরসি নোটিশ পাঠানোর কথা ছড়ানোর পিছনে তৃণমূলের গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করছেন মালব্য।এক্স পোস্টে তিনি এই ব্যাপারে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার উন্মোচিত - নির্বাচনের আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। নির্বাচনের আগে ভয় ও উত্তেজনা ছড়িয়ে দেওয়ার এক মরিয়া প্রচেষ্টায়, মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন! প্রথমে, তিনি একটি বাতিল এনআরসি নোটিশ ব্যবহার করেছিলেন এবং উত্তম ব্রজবাসীকে মিথ্যা দাবি করেছিলেন যে রাজবংশী সম্প্রদায়ের সদস্যদের এনআরসি নোটিশ দিয়ে টার্গেট করা হচ্ছে। তারপরে তিনি দাবি করেছিলেন যে আলিপুরদুয়ারের ফালাকাটার একজন গৃহবধূ অঞ্জলি শীল অসমিয়া ভাষায় লেখা একটি এনআরসি নোটিশ পেয়েছেন! মমতা এমনকী একজন বাংলাভাষী নাগরিককে পাঠানো নোটিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছিলেন।
কিন্তু এখানে অঞ্জলি দেবী নিজেই নিশ্চিত করেছেন যে তিনি কখনও এমন কোনও নোটিশ পাননি! তাহলে এই রহস্যময় নোটিশটি কোথা থেকে এসেছে?"

Advertisment

আরও পড়ুন- Kalyan Banerjee:ভরা আদালতে কল্যাণকে পুরী যাওয়ার আমন্ত্রণ ওড়িশা সরকারের, কারণ জানলে তাজ্জব হবেন!

তিনি আরও লিখেছেন, "দেখা যাচ্ছে, মণিরুল নামে একজন নাগরিক স্বেচ্ছাসেবক ফোনে একটি জাল নোটিশ দেখিয়ে উত্তম ব্রজবাসীকে থানায় নিয়ে গিয়ে আরও গভীর প্রশ্ন তুলেছেন। তাহলে এখন আমাদের জিজ্ঞাসা করতে হবে, এই এনআরসি নোটিশগুলি কি তৃমমূলের কার্যালয়গুলিতে তৈরি করা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আসাম এবং সারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন? এটি কেবল একটি মিথ্যা নয় - এটি একটি ইচ্ছাকৃত, দেশবিরোধী উস্কানি। তৃণমূলকে অবশ্যই উত্তর দিতে হবে।"

আরও পড়ুন-Bengali harassment:'বাপ-দাদার ভাষা রক্ষার আন্দোলন চলবে, বাঙালিকে কোণঠাসার চেষ্টা মানব না', সোচ্চার তৃণমূলের ঋতব্রত

nrc amit malviya CM Mamata banerjee