Advertisment

গণনাকেন্দ্রের CCTV উধাও! বিডিও-কে দুষে চিঠি ঢাল করে তোলপাড় অভিযোগ সুকান্তর!

চাঞ্চল্যকর অভিযোগে এবার শোরগোল ফেললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
IE Bangla Web Desk
New Update
sukanta complains the disappearance of cctv of counting center with support of bdo

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

চাঞ্চল্যকর অভিযোগে এবার শোরগোল ফেললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের ভোট গণনাকেন্দ্রে সিসিটিভি উধাও-এর নালিশ করছেন খোদ বিডিও। এই মর্মে বালুরঘাট থানায় ডায়েরি পর্যন্ত করেছেন ওই বিডিও। বিডিও-র সেই ডায়েরি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ভোট লুঠে বিডিও-কে নিশানা করে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা।

Advertisment

টুইট করে সেই চিঠিটি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। টুইটে তিনি লিখেছেন, 'পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলোই। বালুরঘাট ব্লকের বিডিও সাহেব তাতে আরও নতুন তথ্য যোগ করলেন। গণনাকেন্দ্র থেকে মেমারি কার্ড-সহ আস্ত সিসিটিভি ক্যামেরা উধাও-এর অভিযোগ। বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলো কাঁটার মতো বিঁধছে, না পারছেন গিলতে না বার করতে।'

আরও পড়ুন- ‘তৃণমূলী বউ’ ভোটে হারতেই চটে লাল ছেলে! ‘বিজেপি বাবা’কে গলা টিপে খুনের অভিযোগ

বালুরঘাটের বিডিও আইনের হাত থেকে বাঁচতেই এই ডায়েরি করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 'রক্তের হোলি খেলা' চলেছে বাংলায়। দিকে-দিকে ভোটের নামে সন্ত্রাস দেখেছে বাংলার একাংশ।

আরও পড়ুন- এ কীর্তির সব প্রশংসাই যেন কম! ভ্যানচালকের মেয়ের বিয়ের এলাহি আয়োজনে অনন্য উদ্যোগ!

পঞ্চায়েত ভোট মিটলেও এখনও থামেনি সন্ত্রাস। রাজ্যের একাধিক জেলা থেকে এখনও হিংসার খবর মিলছে। এই আবহে এবার নয়া অভিযোগ সামনে তোলপাড় ফেলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন- সামনের ১৪ দিনে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক, আগে দেখে নিন ছুটির তালিকা!

tmc bjp Sukanta Majumder bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment