Sukanta Majumdar: তৃণমূলের বিরাট ষড়যন্ত্র ফাঁস, বাংলায় বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাতিল,শাহের কাছে নালিশ সুকান্তর

Sukanta Majumdar Meets Amit Shah: বেছে বেছে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে! 'ভয়ঙ্কর' অভিযোগে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Sukanta Majumdar Meets Amit Shah: বেছে বেছে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে! 'ভয়ঙ্কর' অভিযোগে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukanta Majumdar meets amit shah in delhi Discussion on Fake Voter issue and name of the State President

তৃণমূলের বিরাট ষড়যন্ত্র ফাঁস, বাংলায় বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাতিল,শাহের কাছে নালিশ সুকান্তর

Sukanta Majumdar Meets Amit Shah:বেছে বেছে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে! 'ভয়ঙ্কর' অভিযোগে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 

Advertisment

ভুয়ো ভোটার কাণ্ডে উত্তাল রাজ্য। ২৬-এর বিধান সভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে একে অপরের বিরুদ্ধে আসরে যুযুধান তৃণমূল-বিজেপি। ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, ভুয়ো ভোটারের নামে আদতে হিন্দিভাষী ও হিন্দু বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সেই অভিযোগ নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এদিনের আলোচনায় উঠে আসে ২৬-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির রণকৌশল। 

কে হবেন রাজ্য বিজেপি সভাপতি, তা নিয়ে চূড়ান্ত আলোচনার মধ্যেই, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় সূত্রে খবর, রাজ্য বিজেপি সভাপতির নাম নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত বিজেপি মাত্র ২৫ টি সাংগঠনিক জেলার  সভাপতির নাম ঘোষণা করেছে। যেখানে ১৮ টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা বাকি।

সামনে এল আর জি কর কাণ্ডে ধর্ষণ-খুনের আসল 'মোটিভ', 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল রাজ্য

Advertisment

২৫ সাংগঠনিক জেলা সভাপতির নাম সামনে আসতেই বিজেপির গোষ্ঠী কোন্দলের বেশ কিছু ছবি সামনে এসেছে। একাধিক সাংগঠনিক জেলা সভাপতির নাম পছন্দ না হওয়ায় দলের একটা অংশ সরাসরি অসন্তোষ প্রকাশ করছে। গত রবিবারই দক্ষিণ কলকাতা বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পড়ে পোস্টার। এত কিছুর মাঝে, অমিত শাহের সঙ্গে সুকান্ত মজুমদারের এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলীয় সূত্রের খবর, রাজ্য সভাপতি হিসেবে দলের মধ্যে মতানৈক্য না হওয়াতেই বঙ্গ বিজেপি এখনও পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করতে পারেনি।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না এমন কাউকে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে যাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের একটা বড় অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে, রাজ্য সভাপতি পদের জন্য দিলীপ ঘোষের নামও আলোচনায় উঠে আসে। এর মাঝেই খড়গপুরে বিক্ষোভের মুখে পড়ে মহিলাদের উদ্দেশ্যে করে 'অশালীন শব্দ' নিয়ে বিতর্কের জেরে দলের মধ্যে তাঁকে রাজ্য সভাপতি করা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ।

amit shah Sukanta Majumder