/indian-express-bangla/media/media_files/2025/03/03/xgk7259w2Ya3lrldBwpK.jpg)
News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights:অবশেষে বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মহম্মদ ইউনুস বলেছেন, "এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।" মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইউনূস আরও বলেছেন, "বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দারুণ উৎসাহ ও উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা প্রকাশ করছি। আরও একবার শেখ হাসিনা সরকারের অবসানের পর্বটিও উঠে এসেছে ইউনূসের মুখে। এ প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, "জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে শেষ হয়েছে। সেই পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু।"
আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলা থেকে এবার অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে আরজি করের আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল। সেই শুনানিতে অংশ নিয়েছিলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডের আইনজীবী। বিচারককে তিনি আবেদন জানিয়ে জানান, এই আর্থিক দুর্নীতির মামলা থেকে তাঁর মক্কেলকে অব্যাহতি দেওয়া হোক। এই মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ৫ এপ্রিল। জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের 'ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত ছিলেন।
মহিলাদের প্রতি বিতর্কিত মন্তব্যের পরও দিলীপ ঘোষের সমর্থনে সুর চড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও তাই করতাম'। খড়গপুর কাণ্ডে বিজেপি নেতা দিলীপকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন,'আমাকে ঢিল ছুঁড়লে আমি কী রসগোল্লা দেব? চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোনঠাসা করেছে শুভেন্দুরা। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপদাকে। সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। বাধা দেওয়ার কোন কারণই নেই। সবাই সে সাহস দেখাতে পারে না যেটা দিলীপ ঘোষ দেখিয়েছেন'।
প্রথমবারের মত RSS সদর দফতরে প্রধানমন্ত্রী, মোদী-ভাগবত বৈঠকে নজর দেশের
লন্ডনের রাস্তায় 'শাড়ি-চপ্পল' পরে জগিং, বাংলা-ব্রিটেন সম্পর্কের উন্নতি অগ্রাধিকার, বার্তা মমতার
বিরাট খবর! আদালতের নজিরবিহীন রায়,পুলিশি হেফাজতে তৃণমূলের তাবড় নেতারা
-
Mar 25, 2025 20:01 IST
West Bengal News Live:মেট্রোর কাজ খতিয়ে দেখলেন কর্তারা
মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী পি. উদয় কুমার রেড্ডি মঙ্গলবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) অরেঞ্জ লাইনের জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশনের অংশটি ঘুরে দেখেছেন। মেট্রোর শীর্ষকর্তার এই সফরে তাঁর সঙ্গেই ছিলেন মেট্রো রেলওয়ে এবং আরভিএনএলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: নতুন ইতিহাস আর কিছুদিনেই! কলকাতা মেট্রোর মুকুটে ফের জুড়বে গর্বের পালক
-
Mar 25, 2025 18:03 IST
Latest West Bengal News Live:বিডিও-র বিরুদ্ধে অভিযোগ BJP-র
'বাগদায় বেছে বেছে মতুয়া নমঃ শূদ্র বিজেপি সমর্থকদের ভোট কেটে দিচ্ছেন বিডিও', মারাত্মক এই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। মঙ্গলবার বনগাঁর জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ করে বলেন, "বাগদার বিডিও বেছে বেছে মতুয়া, নমঃশূদ্র, হিন্দু যারা বিজেপি সমর্থক তাদেরকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করবার জন্য নোটিশ পাঠাচ্ছেন। যেহেতু মতুয়া নমশূদ্রদের ভোট পেয়ে থাকে বিজেপি, সেই কারণে তৃণমূলের কথা শুনে নোটিশ পাঠাচ্ছেন বিডিও।" যদিও এব্যাপারে সংশ্লিষ্ট বিডিও-র তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
-
Mar 25, 2025 17:57 IST
Latest West Bengal News Live:কেন্দ্রকে আক্রমণ কল্যাণের
মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা না মেলায় সংসদে ক্ষোভ প্রদর্শন জোড়াফুলের সাংসদের। অন্যদিকে, কৃষক ইস্যুতে বিক্ষোভে সরব কংগ্রেসও। 'মকর দ্বারে' বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের সাংসদদের। '২৫ লাখ ভুয়ো জব কার্ডের জন্য ১০ কোটি গরিব মানুষের টাকা আটকে রাখছেন মোদী সরকার', সংসদের বাইরে বিস্ফোরক অভিযোগে সরব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, 'টাকা দিলে বিজেপি বাংলায় হারবে, তাই টাকা বন্ধ করে দিয়েছে'।
-
Mar 25, 2025 17:52 IST
Latest West Bengal News Live:বর্ধিত হারে DA কার্যকরের বিজ্ঞপ্তি নবান্নের
গত মাসে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। মঙ্গলবারই আগামী ১ এপ্রিল থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর করার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। আবার এদিনই সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের DA মামলা শুনানি।
বিস্তারিত পড়ুন- DA: বর্ধিত হারে মহার্ঘ্যভাতা কার্যকরের বিজ্ঞপ্তি নবান্নের, সুপ্রিম কোর্টে পিছল DA মামলার শুনানি
-
Mar 25, 2025 17:17 IST
Latest West Bengal News Live:বিরিয়ানির গন্ধে ম-ম করছে স্কুল
একদিকে চলছে স্কুল। সেই স্কুল চত্বরেই চলছে তৃণমূলের ‘ইফতার মাহফিল’র রান্না। স্কুল চত্বরে ম্যারাপ বেঁধে চলছে ইফতারের আয়োজন। দুপুর থেকেই একে একে আসতে শুরু করেছেন আমন্ত্রিত সদস্য থেকে ধর্মগুরুরা। বিরিয়ানির গন্ধে গোটা স্কুল মম করছে। ছাত্রীদের পঠন-পাঠনও শিকেয় ওঠার জোগাড়। এমনই ছবি দেখা গিয়েছে বীরভূমের রামপুরহাটে। এই স্কুলটি রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রের আওতাধীন।
বিস্তারিত পড়ুন- Birbhum News: একদিকে চলছে স্কুল, অন্যদিকে বিরিয়ানির গন্ধে ম-ম করছে স্কুল!
-
Mar 25, 2025 16:24 IST
Latest West Bengal News Live: রায়দান স্থগিত
সোমবার আদালতের রায়ে হেফাজতে নেওয়া বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ বাকি ১৩ জনের রায় ঘোষণা মঙ্গলবার স্থগিত রাখলেন ফার্স্ট ট্রাকে সেকেণ্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। বিচারক বর্ধমান জেলের সুপারকে নির্দেশ দিয়েছেন চারজন 'অসুস্থ'-সহ অভিযুক্ত ১৩ জনকে হয় সশরীরে আদালতে উপস্থিত করতে হবে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলানোর বন্দোবস্ত করতে হবে।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: গ্রেফতারির পরই 'অসুস্থ' তৃণমূল নেতারা, রায়দান স্থগিত রেখে পুলিশকে কী নির্দেশ বিচারকের?
-
Mar 25, 2025 16:22 IST
Latest West Bengal News Live: জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' স্বামীর
প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, ক্ষিপ্ত স্বামী নিজের স্ত্রীর জীবন্ত শ্রাদ্ধ পালন করলেন। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোলের হরিশচন্দ্রপুর ১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় (৩৫)। দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার শুরু করেছেন।
বিস্তারিত পড়ুন- West Bengal News: প্রেমিকের সঙ্গে চম্পট স্ত্রীর! বউয়ের 'শ্রাদ্ধ' সেরে প্রতিবেশীদের 'এলাহি ভোজ' খাওয়ালেন স্বামী
-
Mar 25, 2025 12:18 IST
Latest West Bengal News Live: প্রেসিডেন্ট ট্রাম্পকে সেরা উপহারে চমকে দিলেন পুতিন
রাশিয়া- ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিপ্তে শান্তি প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াধে চলমান শান্তি আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৪ মার্চ) ক্রেমলিন নিশ্চিত করেছে যে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর একটি প্রতিকৃতি উপহার হিসাবে দিয়েছেন।
-
Mar 25, 2025 11:42 IST
Latest West Bengal News Live: বাংলার গর্বে মুখ উজ্জ্বল ভারতের
বাংলার জন্য গর্বের মুহূর্ত! যক্ষ্মা মুক্ত ভারত গড়তে 'এগিয়ে বাংলা'। বাংলার এই অসাধারণ সাফল্য বিশেষ ভাবে প্রশংসিত হল। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ যক্ষ্মা মুক্ত ভারত গড়তে বাংলার প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ। এবিষয়ে এক্স হ্যান্ডেলে একটি ট্যুইট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লিখেছেন, 'প্রাথমিকভাবে রোগ নির্ণয় নির্মূলের মূল চাবিকাঠি, যক্ষ্মা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বাংলার নিরলস প্রচেষ্টার এক বিরাট স্বীকৃতি বাস্তব ফলাফল আজ সকলের সামনে। কাজটি সম্ভব করে তোলার জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা'।
Proud moment for Bengal!
— Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2025
The Ministry of Health & Family Welfare, Government of India has lauded our state for its outstanding performance in Additional TB Case Notification under the 100 Days TB Mukt Bharat Abhiyaan.
Early detection is key to eradication, and Bengal’s… pic.twitter.com/J8OCG2dqMv -
Mar 25, 2025 09:51 IST
Latest West Bengal News Live: ইউনূসকে উৎখাতের চেষ্টা! প্রধানমন্ত্রীর আসনে আবারও শেখ হাসিনা?
ইউনূসকে উৎখাতের চেষ্টা! প্রধানমন্ত্রীর আসনে আবারও শেখ হাসিনা। সেনাবাহিনীর বিরুদ্ধেই এবার 'বিস্ফোরক' অভিযোগ। পড়ুয়াদের দাবিতে উত্তাল বাংলাদেশ।
শেখ হাসিনা কি আবার বাংলাদেশের দায়িত্ব নিতে চলছেন? জল্পনাকে উস্কে 'বিস্ফোরক' দাবি এনসিপির। অভিযোগকে ঘিরে রীতিমত আলোড়ণ পড়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। কীসের ভিত্তিতে এই অভিযোগ করেছেন তারা? তা প্রকাশ্যে আনা হয়নি। স্পষ্টতই সেনাবাহিনীকে টার্গেট করেছেন পড়ুয়ারা। তাদের দাবি সেনাবাহিনী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে মরিয়া। -
Mar 25, 2025 09:43 IST
Latest West Bengal News Live: দলের একাংশকে 'বেইমান' বলে কটাক্ষ
দলের একাংশকে 'বেইমান' বলে কটাক্ষ। 'বিশ্বাস ঘাতকরা বিভিন্ন জায়গায় আমাদের ডোবানোর চেষ্টা করছেন'। কর্মী সভায় হুঙ্কার ছুঁড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে শাসককে বিঁধতে ছাড়েনি বিজেপি। -
Mar 25, 2025 09:41 IST
Latest West Bengal News Live: ৬০০ ভোটার কার্ড বাতিল রাজ্যে
ভুয়ো ভোটার কাণ্ডে উত্তাল রাজ্য। এর মাঝে রাজ্যে ৬০০ ভোটার কার্ড বাতিল করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মূলত হরিয়ানার সঙ্গে এপিক কার্ড নম্বর মিলে যাওয়াতেই বাতিল করা হয়েছে এই এপিক কার্ডগুলি। বাংলার পাশাপাশি হরিয়ানাতেও কয়েক হাজার ভোটার কার্ড বাতিল করা হয়েছে। ২৮ মার্চ ভুয়ো ভোটার কার্ড নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে কমিশন। -
Mar 25, 2025 08:47 IST
Latest West Bengal News Live: ভুয়ো ভোটার ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে সুকান্ত মজুমদার
ভুয়ো ভোটার কাণ্ডে উত্তাল রাজ্য। ২৬-এর বিধান সভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে একে অপরের বিরুদ্ধে আসরে যুযুধান তৃণমূল-বিজেপি। এবার ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, ভুয়ো ভোটারের নামে আদতে হিন্দিভাষী ও হিন্দু বাঙালি ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। এবার এই অভিযোগ নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ২৬-এর বিধানসভা ভোটের রণকৌশল নিয়েই বিজেপিরর দুই শীর্ষ নেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
-
Mar 25, 2025 08:45 IST
Latest West Bengal News Live: রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলায় বিরাট নির্দেশ
রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলায় এবার কেন্দ্রীয় সরকারকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২১ এপ্রিল। আবেদনকারীর তরফে দাবি করা হয়েছে, ২০০৩ সালে গঠিত এবং ২০০৯ সালে বন্ধ হয়ে যাওয়া একটি ব্রিটেনের সংস্থা তাদের রেকর্ডে রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছে। ভারতীয় আইন অনুসারে, দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত নয়।
-
Mar 25, 2025 08:43 IST
Latest West Bengal News Live: চরম অস্থিরতা বাংলাদেশে
উত্তাল বাংলাদেশের রাজনীতি। চরম অস্থিরতা দেশ জুড়ে। শেখ হাসিনা সরকারের পতন এবং মুহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর থেকে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সেনাবাহিনীর বিরুদ্ধেও নানা অভিযোগ সামনে আসতে শুরু করছে। এদিকে রবিবার সন্ধ্যা থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জুড়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। তাতে লেখা, দেশে 'বড় কিছু ঘটতে চলেছে'। দাবি করা হচ্ছে যে 'দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হতে চলেছে'। শেখ হাসিনা ফিরে আসছেন বলেও একাধিক পোস্ট সামনে এসেছে। ছাত্রনেতারা অভিযোগ করেছেন যে সেনাবাহিনী শেখ হাসিনার দলকে ফিরিয়ে আনতে মরিয়া। রবিবার বাংলাদেশ সেনাবাহিনী ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কর্তৃক আরোপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে।এই অভিযোগগুলিকে হাস্যকর এবং ভিত্তিহীন বলেও অভিহিত করেছে। এনসিপির অভিযোগে বলা হয়েছিল যে, সেনাবাহিনী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে।