Sukanta Majumdar: বাংলায় দুরন্ত গতিতে এগোচ্ছে কাজ, রেলমন্ত্রীর চিঠির পরেই বাম্পার সুখবর শোনালেন সুকান্ত!

Sukanta Majumdar-Ashwini Vaishnaw: রাজ্যের এই রেল প্রকল্পগুলি নিয়ে এর আগে গত বছরের শেষের দিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার। দ্রুত প্রকল্পগুলির কাজ শেষের জন্য রেলমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন তিনি।

author-image
Joyprakash Das
New Update
Sukanta Majumdar Ashwini Vaishnaw: সুকান্ত মজুমদার অশ্বিনী বৈষ্ণব

Sukanta Majumdar: বহু প্রতীক্ষিত রেলপথ নিয়ে বিরাট আশার খবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Sukanta Majumdar thanked the Railway Minister for speeding up the railway work in South and North Dinajpur: তৃতীয় মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রাজ্য BJP সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর নিজের জেলা দক্ষিণ দিনাজপুর ও পাশের উত্তর দিনাজপুরের দুটি গুরুত্বপূর্ণ রেলপথ তৈরির কাজ কোন পর্যায়ে রয়েছে তা জানতে চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে জানতে চেয়েছিলেন সুকান্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার চিঠি দিয়ে পাল্টা সুকান্ত মজুমদারকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ওই দুই রেল প্রকল্পের ব্যাপারে বিশদে জানিয়েছেন।

Advertisment

রেলমন্ত্রীর থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডলে এ ব্যাপারে পোস্ট করে তিনি লিখেছেন, "রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আমাকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন। তিনি জানিয়েছেন যে বালুরঘাট-কামারপুর অংশে ১৩.৮ কিলোমিটার রেলপথের কাজ দ্রুত গতিতে সফলভাবে সম্পন্ন হচ্ছে। এছাড়াও, কামারপুর-হিলি অংশে মোট ১৫.২ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেলপথ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। এছাড়াও, ভারতীয় রেলপথ এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অন্যান্য প্রয়োজনীয় কাজ ত্বরান্বিত করছে।"

উল্লেখ্য, সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ হওয়ার পর থেকে দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রেলপথ সম্প্রসারণ নিয়ে নানা রকমভাবে কেন্দ্রের কাছে তদ্বির করতে থাকেন। তাঁরই হস্তক্ষেপে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজ সম্পন্ন করতে সম্মত হয় রেল। এমনকী দীর্ঘ ১২ বছর পর বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণের কাজও গতি পায় তাঁরই আমলে। এর আগে গত বছরের অক্টোবর মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে রাজ্যের রেল প্রকল্প নিয়ে আলোচনা করেছিলেন সুকান্ত মজুমদার। 

Advertisment

আরও পড়ুন-Kolkata Weather Today: দিন কয়েকেই আরও চড়বে পারদ, বাড়বে গরম, বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের

কার্যত ঠান্ডা করে চলে যাওয়া দুই দিনাজপুরের কয়েকটি রেল প্রকল্প নতুন করে চালুর ব্যাপারেও তিনি আবেদন জানিয়েছিলেন রেলমন্ত্রীকে। সম্প্রতি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দুটি গুরুত্বপূর্ণ রেলপথ তৈরির কাজ কোন পর্যায়ে রয়েছে তা জানতে চেয়েছিলেন তিনি। সুকান্ত মজুমদারের সেই প্রশ্নের উত্তর দিতে দেরি করেননি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর চিঠি পেয়ে গোটা বিষয়টি জানার পর তাঁকে এক্স হ্যান্ডলেই কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

আরও পড়ুন- Kolkata Weather Today: দিন কয়েকেই আরও চড়বে পারদ, বাড়বে গরম, বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের

indian railway Bengali News Today Sukanta Majumder Ashwini Vaishnaw news in west bengal news of west bengal