স্কুলের পর এবার রাজ্যের পুরসভাতেও দুর্নীতি? রাজ্যের ৬০টি পুরসভায় দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ পুরীকে চিঠি পাঠালেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ওই ৬০টি পুরসভায় স্পেশাল ফিনান্সিয়াল অডিটের দাবি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। এমনকী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পুরসভাগুলিকে টাকা পাঠানো বন্ধ করারও আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা।
এবার আরও এক বিরাট কেলেঙ্কারির আশঙ্কা! রাজ্যের ৬০টি পুরসভায় ব্যাপক দুর্নীতির আশঙ্কা করে কেন্দ্রকে চিঠি বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ পুরীকে চিঠি পাঠিয়েছেন সুকান্ত মজুমদার। এই ৬০টি পুরসভায় দুর্নীতির পরিমাণ টাকার অঙ্কে হাজার কোটিরও বেশি বলে আশঙ্কা করেছেন এই বিজেপি নেতা।
আরও পড়ুন- ছেলে ও তার বন্ধুদের নামেও সম্পত্তি, কেষ্টর কায়দায় ‘সাম্রাজ্য’ অয়নের
এদিকে, সুকান্ত মজুমজদারের এই চিঠি পাঠানো প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেনের অভিযোগ, 'বাংলাকে কালিমালিপ্ত করতেই বিজেপি সভাপতির এই উদ্যোগ।' কংগ্রেসের যুব নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি এব্যাপারে সংবাদমাধ্যমে বলেন, 'সুকান্তবাবুরা চিঠি পাঠাচ্ছেন। আর এদিকে ওঁদের নেতারাই এখানে চোরেদের রক্ষা করছেন।'
এর আগে এরাজ্যে একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা নিয়েও পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এনেছিল বঙ্গ বিজেপি। যার জেরে এরাজ্যে প্রতিনিধি দলও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের জেলায়-জেলায় ঘুরে ঘুরে অভিযোগ সম্পর্কে বিস্তারিত রিপোর্টও সংগ্রহ করেছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে এমনিতেই বেশ অস্বস্তিতে রাজ্য সরকার। এর উপর সুকান্ত মজুমদারের এই নয়া অভিযোগ পেয়ে কেন্দ্র কী উদ্যোগ নেয় এখন সেটাই দেখার।