RG Kar Case-Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ড নিয়ে এবার রাজ্যের শাসকদল তৃণমূলের অন্দরেই যেন সুনামি-স্রোত বয়ে যাচ্ছে। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় আগেই আরজি কর ইস্যুতে দলের লাইনের উল্টো পথে হাঁটতে শুরু করেছিলেন। 'মেয়েদের রাত দখল' কর্মসূচিতে নিজে তো ছিলেনই, অন্যদের সামিল হওয়ার বার্তাও দিয়েছিলেন। এবার আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। যা শুনে তীব্র প্রতিক্রিয়া তৃণমূল নেতা কুণাল ঘোষের।
এক্স হ্যান্ডলে সুখেন্দুশেখর রায় লিখেছেন, "CBI-কে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। কেন আত্মহত্যার গল্প ভাসিয়ে দেওয়া হয়েছিল, প্রাক্তন অধ্যক্ষ ও পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল, কারা রায়কে এত শক্তিশালী হতে সাহায্য করল। কেন ঘটনার ৩ দিন পর স্নিফার ডগ নিয়ে যাওয়া হল। এমনই ১০০ প্রশ্ন উঠেছে। তাদের বলতে হবে।"
এদিকে সুখেন্দুশেখর রায়ের এই দাবি ঘিরে তৃণমূলের অন্দরেই তুমুল জলঘোলা শুরু হয়েছে। কুণাল ঘোষ সুখেন্দুশেখর রায়ের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, "সুখেন্দুশেখর রায় যে দাবি করেছেন তার সম্পূর্ণরূপে বিরোধিতা করছি। সিপি ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করেছেন। ব্যক্তিগতভাবে নগরপালকে টার্গেট করে কী লাভ হচ্ছে? নগরপাল খবর পাওয়ার পর থেকে সর্বশক্তি দিয়ে তদন্ত করেছেন। ১২ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। সময় পেলে তিন চার দিনের মধ্যেই হয়তো আরও কিছু হতে পারতো। সিপিকে হেফাজতে নিয়ে জেরার দাবি খুবই দুর্ভাগ্যজনক।"
আরও পড়ুন- East Bengal vs Mohun Bagan: আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা! মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি বাতিল, মারাত্মক অভিযোগে মমতাকে নিশানা মালব্যের
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ড: হঠাৎ কী কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের? যা নিয়ে ফুঁসছে বিরোধীরা
সুখেন্দুশেখর রায়ের এই পোস্টের বিরুদ্ধে পাল্টা সোচ্চার হয়ে কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, "আরজি করের ঘটনার ন্যায্য বিচার দাবি করছি। কিন্তু সিপি সংক্রান্ত এই দাবির তীব্র বিরোধিতা করছি। তথ্য পাওয়ার পর তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি তারঁ কাজ করেছিলেন এবং তদন্ত একটি ইতিবাচক ফোকাসে ছিল। এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক, তাও আমার সিনিয়র নেতার কাছ থেকে।"
আরও পড়ুন- Vandalism at RG Kar: আরজি কর কাণ্ডে গ্রেফতার কাউন্সিলার ঘনিষ্ঠ! দায় এড়াবে কীভাবে তৃণমূল? উঠছে প্রশ্ন