/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/summer-special-train-howhar-new-jalpaiguri-eastern-rail.jpg)
Eastern Railway: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার উদ্যোগ রেলের!
Eastern Rail's Summer Special Train: সবে গরম পড়েছে। শুরু থেকেই নাজেহাল অবস্থা। ভাবছেন গ্রীষ্মের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? মনটাকে টানছে পাহাড়? কিন্তু ট্রেনের নিশ্চিত টিকিট পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা? মনে করছেন তো দার্জিলিং যাওয়ার যা হিড়িক তাতে আগে থেকেই ট্রেনের সব টিকিট বুক? চিন্তা নেই। গ্রীষ্মের ছুটিতে আমার-আপনার পাহাড় যাত্রার স্বাদ মেটাতে বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেন পরিষেবার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই বিশেষ ট্রেন চালুর মূল উদ্দেশ্য অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দেওয়া। কারণ গ্রীষ্মের এই মরশুমে বহু পর্যটকেরই প্রিয় গন্তব্য পাহাড়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, 'প্রতি বুধবার হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ১৭ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত বিশেষ ট্রেনটি চলবে। ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ২৩.৫৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন ১০.৪৫ টায়। ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া গ্রাষ্মকালীন বিশেষ ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২.৪৫টায়। হাওড়া পৌঁছাবে পরের দিন রাত ০০.১০ টায়।'
আরও পড়ুন-রোজই চড়েন লোকাল ট্রেনে, জানেন সেটা EMU নাকি MEMU? পার্থক্য কোথায়? জানুন সহজে
এই বিশেষ ট্রেনটি হাওড়া-নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা ও যাওয়ার সময় মাঝে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড এবং মালদহ টাউন স্টেশনে থামবে।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি, সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাসের ব্যবস্থা থাকছে। এই বিশেষ ট্রেনের বুকিং PRS এবং ইন্টারনেটের মাধ্যমে উপলব্ধ।
আরও পড়ুন-Kolkata Metro: কলকাতা মেট্রোয় সফর এবার আরও আনন্দদায়ক, ডুব নস্টালজিয়ায়