Advertisment

Supreme Court Verdict On WB SSC Recruitment Scam Case: চাকরিহারাদের ভাগ্য ঝুলেই রইল, তবে সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি মমতার ক্যাবিনেটের

SSC Recruitment Scam: এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল। একসঙ্গে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। যা নিয়ে লোকসভা নির্বাচনের আবহে বঙ্গ রাজনীতীতে তুমুল জলঘোলা হয়েছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court on west bengal ssc recruitment scam case updates , এসএসসির ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়

SSC Case Supreme Court: যোগ্য চাকরিহারাদের সমস্যা আদৌ মিটল?

SSC Recruitment Scam Case Verdict: সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও সুরাহা মিলল না এসএসসির যোগ্য চাকরিহারারা। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। জানিয়েছে শীর্ষ আদালত। তবে, এসএসসি চাকরি বাতিল মামলায় সু্প্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই মনে করছে। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ। শুনানিতে প্রশ্ন তোলা হল, কীভাবে এবং কেন তৈরি করা হল সুপার নিউমেরারি পোস্ট।

Advertisment

এ দিনের নির্দেশে সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। তবে, হাইকোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

সোমবার সুপ্রিম কোর্টে এসএসসির মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে।

গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি হারা হয়ে পড়েন স্কুলে কর্মরত ২৫,৭৫৩ জন। অযোগ্যদের সঙ্গে চাকরি হারান যোগ্য প্রার্থীরাও।

আরও পড়ুন- Lok-Sabha Election 2024: কাঁটা দিয়ে কাঁটা তুলতে মরিয়া মমতা, বহরমপুরে অধীরকে হারাতে কী কৌশল, কাকে দায়িত্ব?

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। সোমবার শীর্ষ আদালতে সেই মামলারই শুনানি হয়।

এর আগেও এসএসসির মামলা শুনানির জন্য‌ সুপ্রিম কোর্টে এসেছিল। সেসময় একসঙ্গে ২১টি মামলা শুনেছিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। গত বছর নভেম্বর মাসে তাঁরা নির্দেশ দিয়েছিলেন, দু’মাসের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে। এবং ছ’ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলার নিষ্পত্তি করবে। এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুরু হয় এসএসি মামলার শুনানি।

supreme court Calcutta High Court Mamata Government SSC SSC recruitment WB SSC Scam
Advertisment