SIR: প্রামাণ্য নথি হিসেবে আধারের অন্তর্ভুক্তি, বিহারে SIR মামলায় সুপ্রিম নির্দেশ! BJP-কে দুষে সোচ্চার মহুয়া

Supreme Court-Aadhaar: বিহারে SIR নিয়ে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরে জোরদার চর্চা ছড়িয়েছে।

Supreme Court-Aadhaar: বিহারে SIR নিয়ে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরে জোরদার চর্চা ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court,RG Kar case,cbi,west bengal news,latest bengali news,bengali news,সুপ্রিম কোর্ট,আরজি কর

Supreme Court: সুপ্রিম কোর্ট।

SIR:এই বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইয়ের ক্ষেত্রে ১২ তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেওয়া শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই ফের একবার বিজেপিকে তুলনা করে সোচ্চার রাজ্যের শাসক দল তৃণমূল।

Advertisment

তৃণমূলের তরফে সুপ্রিম এই নির্দেশ ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় মুখ পুড়ল জন-বিরোধী কেন্দ্রীয় সরকারের। বিহারে সাধারণ মানুষের উপর ‘SIR’ চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছিল বিজেপি সরকার। কিন্তু জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল, আধার কার্ডকে ১২তম নথি হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ এটি একক প্রমাণপত্র হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য গ্রহণযোগ্য হবে। আদালতের নির্দেশ ও পর্যবেক্ষণ প্রমাণ করল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই ঠিক পথে ছিল, আছে এবং থাকবে।"

আরও পড়ুন- West Bengal live news Live Updates:বছর ঘুরলেই ভোট, সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে তৎপর অভিষেক, ফের বৈঠক জেলার নেতাদের নিয়ে

Advertisment

বিহারে এসআইআর নিয়ে হওয়া মামলায় নির্বাচন কমিশনে সুপ্রিম নির্দেশ ইস্যুতে এবার সোচ্চার হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিষয়টি নিয়ে এক্স পোস্টে তিনি লিখেছেন, "এখনও অনেক পথ বাকি', SIR সুপ্রিম কোর্ট
@ECISVEEP কে বিহার SIR-এ দ্বাদশ পরিচয় প্রমাণ হিসেবে আধার গ্রহণের নির্দেশ দিয়েছে। ভোট চোরি এবং গণভোটাধিকার বঞ্চিত করা ECI-এর জন্য আরও কঠিন হয়ে উঠেছে! সত্যমেব জয়তে। এখনও অনেক পথ বাকি।"

supreme court bihar SIR