/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
SIR:এই বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইয়ের ক্ষেত্রে ১২ তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেওয়া শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই ফের একবার বিজেপিকে তুলনা করে সোচ্চার রাজ্যের শাসক দল তৃণমূল।
তৃণমূলের তরফে সুপ্রিম এই নির্দেশ ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় মুখ পুড়ল জন-বিরোধী কেন্দ্রীয় সরকারের। বিহারে সাধারণ মানুষের উপর ‘SIR’ চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছিল বিজেপি সরকার। কিন্তু জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল, আধার কার্ডকে ১২তম নথি হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ এটি একক প্রমাণপত্র হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য গ্রহণযোগ্য হবে। আদালতের নির্দেশ ও পর্যবেক্ষণ প্রমাণ করল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই ঠিক পথে ছিল, আছে এবং থাকবে।"
Supreme Court directs @ECISVEEP to accept Aadhar as 12th proof of identity in Bihar SIR. Vote Chori & mass disenfranchisement just got more difficult for ECI ! Satyameva Jayate. Still miles to go though @MamataOfficial@abhishekaitcpic.twitter.com/LqtzZONGMt
— Mahua Moitra (@MahuaMoitra) September 8, 2025
বিহারে এসআইআর নিয়ে হওয়া মামলায় নির্বাচন কমিশনে সুপ্রিম নির্দেশ ইস্যুতে এবার সোচ্চার হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিষয়টি নিয়ে এক্স পোস্টে তিনি লিখেছেন, "এখনও অনেক পথ বাকি', SIR সুপ্রিম কোর্ট
@ECISVEEP কে বিহার SIR-এ দ্বাদশ পরিচয় প্রমাণ হিসেবে আধার গ্রহণের নির্দেশ দিয়েছে। ভোট চোরি এবং গণভোটাধিকার বঞ্চিত করা ECI-এর জন্য আরও কঠিন হয়ে উঠেছে! সত্যমেব জয়তে। এখনও অনেক পথ বাকি।"