Suvendu Adhikari: 'সরকারি কাজে কাটমানি চাইছেন তৃণমূলের প্রধান', ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari: ফের সরকারি কাজে কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: ফের সরকারি কাজে কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Suvendu Adhikari accuses Tmc Panchayat Pradhan of demanding bribe

ছবির বাঁদিকে গলসির সেই পঞ্চায়েত প্রধান, যাঁর বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। (বাঁদিকের ছবিটি শুভেন্দু অধিকারীর ভিডিও থেকে নেওয়া))

Suvendu Adhikari accuses Tmc Panchayat Pradhan of demanding bribe: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল। আবারও তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেই ভিডিও-তেই নিজের চেয়ারে বসে তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান কাটমানি দাবি করেছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতে পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লকের মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। 

Advertisment

সরকারি জল প্রকল্পের কাজে গলসি ১ নং ব্লকের মানকর পঞ্চায়েতের প্রধান কাটমানি চেয়েছেন বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "গলসি ১ নং ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা সরকারি জলপ্রকল্পের বৈদ্যুতিক ভূ-গর্ভস্থ পাম্প বসাতে ১০ শতাংশ কাটমানির দাবী করেন। ঠিকাদারটি তৎক্ষণাৎ ২  শতাংশ হিসাবে ৫০০০ টাকা কাটমানি দিলে রাজি হলেও তা নিতে অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা। তিনি বলেন মূল কাজের টাকার অংকের হিসেবে (দেড় লক্ষ টাকা) ১০ শতংশ হারে তার টাকা লাগবে, অত কম টাকায় হবে না, অন্যান্যরা তাই দেয়।"

এর আগেও রাজ্যের শাসকদলের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তৃণমূলকে তুলোধোনা করতে দেখা গিয়েছে বিরোধীদের। বাম, বিজেপি থেকে শুরু করে কংগ্রেসও শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পথে নেমে প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: 'কতগুলো বাঁদর বিধানসভায় এসেছে, বের করে দেওয়া উচিত', BJP বিধায়কদের ধুয়ে দিলেন মদন

Advertisment

তৃণমূলের নেতা থেকে কর্মী কাটমানি খাওয়ায় সিদ্ধহস্ত। বিজেপির পক্ষ থেকে আমরা বরাবর তথ্য দিয়ে বলে এসেছি যে সরকারি...

Posted by Suvendu Adhikari on Thursday, March 20, 2025

 এবার পূর্ব বর্ধমানের গলসির এই ভিডিওটি পোস্ট করে আবারও শাসকদলকে নিশানা বিরোধী দলনেতার। 
যদিও ঘুষ চাওয়ার অভিযোগটি পুরোপুরি নস্যাৎ করেছেন তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান। গলসি ১ নং ব্লকের মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার পাল্টা দাবি, তিনি ওই টাকা হাতেই নেননি। তাঁকে পরিকল্পনা করে ফাঁসাতেই ওই কাজ করা হয়েছে বলে তাঁর অভিযোগ। বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে সংবাদমাধ্যমের প্রতিনিধিকে জানিয়েছেন।

আরও পড়ুন- Kolkata Weather Today: সাগর থেকে হু হু করে ঢুকেছে জলীয় বাষ্প, তুমুল দুর্যোগের পূর্বাভাস জেলায় জেলায়

news of west bengal news in west bengal Suvendu Adhikari Suvendu Adhikary bjp tmc Purba Bardhaman Bengali News Today