Advertisment

দুপুরে হুঁশিয়ারি, ভোট মিটতেই কমিশন দফতরে শুভেন্দুর তুলকালাম, গেটে পরপর লাথি

কমিশনে বিক্ষোভ বামেদেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari

রাজ্য নির্বাচন কমিশনের গেটে তালা লাগানোর পর সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী।

আগেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশনের দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেইমতো তিনি শনিবার ভোটগ্রহণ শেষ হলে সন্ধ্যা ৬টার পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন। শুভেন্দু অধিকারীকে দেখে রাজ্য নির্বাচন কমিশনের কর্মীরা দরজায় তালা লাগিয়ে দেন। তাই দেখে বেজায় খেপে যান রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কমিশনের গেটে পরপর লাথি মারেন।

Advertisment

কমিশনের কর্মীকে শুভেন্দু অধিকারী বলেন, 'আমাকে দেখে তালা দিলেন কেন? আপনাদের মাইনে কি মমতা ব্যানার্জি দেয়? কয়লা (অভিষেক ব্যানার্জি) দেয়? দরজা খুলুন। এখন তিনটে লাথি মেরেছি। আরও মারব। অসভ্য কোথাকার!' একথা বলার পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা দরজা খোলার জন্য অপেক্ষাও করেন। তাঁর সঙ্গে ছিলেন শিশির বাজোরিয়া-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশনের কর্মীরা শুভেন্দু অধিকারীর জন্য গেটের দরজা খোলেননি।

এরপর শুভেন্দু অধিকারী সদলবলে রাজ্য নির্বাচন কমিশনের বাইরে বেরিয়ে আসেন। তিনি এরপর রাজ্য নির্বাচন কমিশনের দরজার বাইরে প্রতীকী বিক্ষোভের অঙ্গ হিসেবে তালা ঝুলিয়ে দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা দাবি করেছি, কাল দুপুরের মধ্যে সিসিটিভি এবং ভিডিওগ্রাফি দেখতে হবে। যেসব বুথে ছাপ্পা হয়েছে, সেগুলো চিহ্নিত করতে হবে। দরকার হলে ভোটের ফল ঘোষণার দিন পিছিয়ে দিতে হবে। ছাপ্পা হওয়া বুথগুলোয় নতুন করে ভোটগ্রহণ করাতে হবে। অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে রেখে।'

আরও পড়ুন- রক্তের বন্যা বাংলায়! ভোটের বলি ৩৪, তৃণমূল-কমিশনের নিশানায় বাহিনী, ‘চলো কালীঘাটে’র ডাক শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর এই বিক্ষোভের আগে শনিবারই বিজেপি কর্মীরাও রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখান। পাশাপাশি, বিক্ষোভ দেখান রাজ্য বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বও। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, 'রাজ্যের বিভিন্ন জায়গায় সুষ্ঠুভাবে ভোট হয়নি। নির্বাচন কমিশনের গাফিলতির জন্যই সেটা হয়নি।' এই অভিযোগ করার পাশাপাশি বিমান বসু বুথে বাহিনী মোতায়েন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভে উপস্থিত সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

tmc bjp Suvendu Adhikari
Advertisment