স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালনেও টানাটানি চলছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। দুটি দলই নানা অনুষ্ঠানের মাধ্যমে বিবেকানন্দকে স্মরণ করছে। বৃহস্পতিবার সিমলা স্ট্রিটের বাড়িতে সাতসকালে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেল ৩টে নাগাদ এই ভিটেতে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে স্বামীজির বাড়িতে গিয়ে শুভেন্দু কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
স্বামী বিবেকানন্দের ১৫৬ তম জন্ম দিন। স্বামীজির জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নানা কর্মসূচি নিয়েছে যুযুধান দুই পক্ষ, তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এদিন সকালে বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে হাজির হন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারী এক প্রশ্নের জবাবে বলেন, 'তৎকালীন সময়ে রাজ্যে এমন শিক্ষা ব্যবস্থা থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন স্বামীজি। অন্য কোনও রাজ্যে বা অন্য কোনও দেশে গিয়ে তিনি আশ্রয় নিতেন।'
সকালে শুভেন্দু অধিকারী বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, 'আমি ২৫-২৬ বছর ধরে এখানে আসছি। অভিষেক আমার কাউন্টারপার্ট নয়। আমি অভিষেকের পিসিকে হারিয়েছে।'
আরও পড়ুন প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! চাকরি দেওয়ার নামে ১৯ কোটি নেন হুগলির যুব তৃণমূল নেতা
তবে এখানেই থামেননি নন্দীগ্রামের বিধায়ক। নাম না করে তীব্র কটাক্ষ করেন। বঙ্গ বিজেপির এই শীর্ষ নেতা বলেন, 'এইবারই প্রথম দেখলাম স্বামী বিবেকানন্দের জন্মভিটে আসার রাস্তায় স্বামীজির ছবিগুলো এই টুকু(ছোট) আর কোনও একজন তথাকথিত কার্বাইড দিয়ে পাকানো রাজনৈতিক নেতার এত বড় বড় ছবি। এ সংস্কৃতি ভাল না। ভয়ঙ্কর সংস্কৃতি। আমরা কোনওদিন স্বামী বিবেকানন্দের সঙ্গে আমাদের ছবি দেওয়া তো দূরের কথা নাম দেওয়ার আগে ৫ বার ভাবি। এই প্রথম মেটাল ডিটেক্টর দেখছি। যাঁদেরকে একটা কুকুরও চাটবে না তাঁদের জন্য মেটাল ডিটেক্টর।' এদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার প্রতিক্রিয়া, 'ওদের চৈতন্য হোক।'