Suvendu Adhikari: 'আমাকে রক্তাক্ত করেছে', বেলগাছিয়ায় তুমুল ধস্তাধস্তি, পুলিশকে তুলোধনা শুভেন্দুর

Suvendu Adhikari: হাওড়ার বেলগাছিয়ায় ফাটল পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে তাঁকে আক্রমণের অভিযোগ তুলেছেন।

Suvendu Adhikari: হাওড়ার বেলগাছিয়ায় ফাটল পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে তাঁকে আক্রমণের অভিযোগ তুলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari attacks police

Suvendu Adhikari: হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতা।

suvendu adhikari attacks police: তুমুল উত্তেজনা হাওড়ার বেলগাছিয়ায়। পুলিশের সঙ্গে বসসায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধাক্কাধাক্কিতে পুলিশ তাঁকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা বলেছেন, "আমাকে রক্তাক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই রক্ত গুছিয়ে রাখলাম।"

Advertisment

হাওড়ার বেলগাছিয়ায় একাধিক বাড়িতে ক্রমশ বাড়ছে ফাটল। বিরাট বিপদের আশঙ্কায় রীতিমতো আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা। একদিকে জলসংকট এবং অন্যদিকে ভিটেমাটি হারানোর ভয়। সোমবার সকাল থেকে দফায় দফায় হাওড়ার বেলগাছিয়ার ওই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ১৯ তারিখ থেকে হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধ্বস নেমেছিল। এক্ষেত্রে জলের পাইপ ফেটে বিপত্তি তৈরি হয় বলে অভিযোগ তাদের। সমস্যা সমাধানে কলকাতা ও উত্তরপাড়া পুরসভা থেকে পাঠানো হয় জলের ট্যাঙ্কার।

তবে ভাগাড়ের ধ্বসের ফলে রীতিমতো ফাটল তৈরি হয় এলাকার বেশ কিছু রাস্তায়। এমনকী বেশ কিছু বাড়ি ঘরেও ফাটল দেখা যায়, ভেঙে পড়ে কাঁচাবাড়ি। এলাকার তীব্র জলসংকট মেটাতে হাওড়া ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে জলের ট্যাংকার যায় ঘটনাস্থলে। পরিস্থিতি ভীষণ বিপজ্জনক। 

আরও পড়ুন- West Bengal News Live:বিরাট বিপাকে পার্থ, জামাইয়ের পর আরও এক আত্মীয়ের বিস্ফোরক সাক্ষ্যে বেকায়দায় প্রাক্তন মন্ত্রী

Advertisment

এলাকার বাসিন্দাদের আশঙ্কা এই ভাগাড় পরিষ্কারের নামে এবার তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হবে। সোমবার ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকায় বিজেপির তরফে রান্না করে খাওয়ার পরিবেশন করা হয় বাসিন্দাদের। শুভেন্দু সেই খাবার সরবরাহ করেন। তখনই ওঠে জয় শ্রীরাম স্লোগান। এদিকে, এলাকায় ঘুরতে পুলিশ তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধী দলনেতার। ধস্তাধস্তির সময় তিনি রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, "আমাকে রক্তাক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই রক্ত গুছিয়ে রাখলাম। আমাকে মেরেছে। আমি বিরোধী দলনেতা। এখানেও তো মানুষজন থাকে। কী অবস্থা দেখুন।" 

Suvendu Adhikari news of west bengal news in west bengal Howrah Bengali News Today