/indian-express-bangla/media/media_files/2025/01/28/aVVThHOdHMzHlz75Zf52.jpg)
News in Bengal Live:গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights:আরও বিপাকে নিয়োগ-কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামাই কল্যাণময়ের পর এবার পার্থর আরও এক আত্মীয় সাক্ষ্য দিলেন আদালতে। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তাঁর ওই আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী বলেন, "অজান্তেই একটি সংস্থার ডিরেক্টর বানানো হয়। ওই সংস্থার নামে পিংলায় স্কুলের জন্য জমি কেনা হয়। কতটা জমি কেনা হচ্ছে তা জানানো হয়নি। টাকার লেনদেনের কোনও তথ্য আমাকে দেওয়া হয়নি। শুধু সই করতে বলা হত বিভিন্ন নথিতে। কল্যাণময়ের উপর ভরসা করেই সই করতাম।"
অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হলো 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। আগামী ২২ এপ্রিল পর্যন্ত তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে উচ্চ আদালত। শারীরিক একাধিক অসুস্থতা রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujaykrishna Bhadra)। শারীরিক চিকিৎসার জন্যই তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ প্রায় ১ মাস বাড়ানো হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রের গতিবিধির ওপর সর্বক্ষণ নজর রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। উচ্চ আদালতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন 'কালীঘাটের কাকু'। জওয়ানরা শৌচালয়েও তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন বলে অভিযোগ সুজয়কৃষ্ণের। এর আগে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে গত ১৮ ফেব্রুয়ারি তাকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শর্ত হিসেবে বলা হয়েছিল চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কারণে তিনি বাড়ির বাইরে যেতে পারবেন না। এবার সেই অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও বাড়ানো হল।
আরজি করের কাণ্ড গণধর্ষণ নাকি তথ্য-প্রমাণ লোপাটের কোনও ঘটনা? CBI-কে সরাসরি প্রশ্ন কলকাতা হাইকোর্টের। সোমবার মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে এবং সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে? তা জানতে চেয়েছেন সিবিআইয়ের কাছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি ঘোষ সিবিআইয়ের কাছে আরও জানতে চেয়েছেন, "এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন? এটা গণধর্ষণ নাকি তথ্য-প্রমাণ লোপাট? এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা?" সিবিআইকে মামলার কেস আনতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, সিবিআই তদন্ত নিয়ে গোড়া থেকে আপত্তি জানানো নির্যাতিতার পরিবার এদিন দাবি করেছেন, নিরাপত্তারক্ষী ও নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। অতিরিক্ত সুপারকেও এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। মামলার স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। ২৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
-
Mar 24, 2025 14:41 IST
West Bengal News Live:চিকিৎসক-নার্সদের সিজিও অভিযান ঘিরে ধুন্ধুমার
আরজি কর কাণ্ডে (RG Kar Incident) ন্যায়বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসক ও নার্সদের একাধিক সংগঠন। সোমবার চিকিৎসক-নার্সদের CBI দফতর ঘেরাও কর্মসূচি ঘিরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারিকেড করে বিক্ষোভকারীদের বাধা পুলিশের। "চিকিৎসক-নার্সদের বাধা দিতে কেন এত সক্রিয় পুলিশ?" প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিস্তারিত পড়ুন- RG Kar Case: আরজি করের নারকীয় কাণ্ডের প্রতিবাদ, চিকিৎসক-নার্সদের সিজিও অভিযান ঘিরে ধুন্ধুমার
-
Mar 24, 2025 14:16 IST
West Bengal News Live:ডেলিভারি বয়দের 'দাদাগিরি'
নিউটাউনের অভিজাত আবাসনে ডেলিভারি বয়দের 'দাদাগিরি'! আবাসনের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। নিউটাউনের এই অভিজাত আবাসনে এক ডেলিভারি বয় বাইক নিয়ে গিয়েছিলেন। তাঁকে নিরাপত্তারক্ষী নির্দিষ্ট জায়গায় বাইক রাখতে বলেন। এই নিয়েই বচসা বেধে যায় দু'জনের মধ্যে। এরপর সেই ডেলিভারি বয় অন্যদের ফোন করে ডেকে আনেন। সেই নিরাপত্তারক্ষীর উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
-
Mar 24, 2025 12:44 IST
West Bengal News Live:লন্ডন সফরের দ্বিতীয় দিনে মমতা
লন্ডন সফরে আজ প্রথম কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বিকেলে লন্ডনে ভারতীয় হাই কমিশনের কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এই লন্ডন সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ থেকে শুরু করে রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা। আগামীকাল মঙ্গলবার লন্ডনের একটি শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবারও বাণিজ্য নিয়ে বৈঠক করবেন তিনি। লন্ডনের তাবড় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সামাজিক উন্নয়ন বিষয়ে বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Mar 24, 2025 12:28 IST
West Bengal News Live:দিঘায় বেনজির তৎপরতা রাজ্যের
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই উৎসাহ-উদ্দীপনাও বাড়ছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কোনও খামতি রাখতে চায় না প্রশাসন। দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ মাঝেমধ্যেই গিয়ে দেখে আসছেন রাজ্য প্রশসানের শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় সৈকতনগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন- Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কিছুদিনেই, তার আগে বেনজির তৎপরতা রাজ্যের
-
Mar 24, 2025 11:57 IST
West Bengal News Live:চিড়িয়াখানায় ফিরেছে পুরনো অতিথি
সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে চিড়িয়াখানায় ফিরল মস্ত অজগর। চিড়িয়াখানায় তার নিজের আস্তানায় ফিরেছে অজগরটি। তার মাথায় ও ঘাড়ের মাঝে একটি টিউমার হয়েছিল। প্রাণী চিকিৎসকদের পরামর্শে তাকে আলিপুরের পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই উপযুক্ত চিকিৎসার পর তাকে সুস্থ করে ফেরানো হয়েছে চিড়িয়াখানায়।
বিস্তারিত পড়ুন- Alipore Zoo: ঝুঁকির অস্ত্রোপচারে ফিট, আলিপুর চিড়িয়াখানায় ফিরেছে পুরনো অতিথি -
Mar 24, 2025 10:56 IST
West Bengal News Live:অশান্তির স্রোত বয়েই চলেছে বাংলাদেশে
বাংলাদেশে অশান্তির স্রোত বয়েই চলেছে। লাগাতার ছাত্রনেতাদের অনেকের পাশাপাশি একাধিক রাজনৈতিক দলও সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে রবিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশের সেনাবাহিনী। দেশের রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও সেনার বিরুদ্ধে যে ধারণা পোষণ করছে তাতে একেবারেই সন্তুষ্ট নন সেনার শীর্ষকর্তারা। এই পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন করার তৎপরতা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সঙ্গে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহের সাম্প্রতিক বিবৃতি 'হাস্যকর' এবং 'অপরিপক্ক' বলেও জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে।
-
Mar 24, 2025 10:36 IST
West Bengal News Live:জমিয়ে IPL দেখছেন দিলীপ
ফের স্বমহিমায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মাঝে কিছু সময় যেন 'বিরতি' নিয়েছিলেন। তবে ফিরে এসেই ফের পুরনো মেজাজেই প্রাক্তন বঙ্গ BJP-র প্রাক্তন সভাপতি। IPL-এর প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন দিলীপ ঘোষ।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: চনমনে দিলীপ! জমিয়ে দেখছেন IPL, ইডেনে সৌরভ-জয় শাহের সঙ্গে ছবি তুলে পোস্ট
-
Mar 24, 2025 08:59 IST
West Bengal News Live: আজ থেকেই আবহাওয়ায় বড় বদল
ভরা চৈত্রের ঝড়-বৃষ্টির জেরে জেলায় জেলায় হালকা শীতের অনুভূতি যেন হঠাৎ করেই ফিরেছিল। তবে নতুন সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজ সোমবার থেকে ফের আবহাওয়ায় বদল। এসপ্তাহ থেকেই আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা। ক্রমেই জোরালো হতে শুরু করবে গরমের অনুভূতি। বৃষ্টি নিয়ে কি বার্তা হাওয়া অফিসের?
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:চৈত্রের বৃষ্টিতে শীতের শিরশিরানি ফিরেছিল বঙ্গে, আজ থেকেই আবহাওয়ায় বড় বদল