নারদকাণ্ডে তাঁর গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তারই পাল্টা শুভেন্দু অধিকারীরও। চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তুলোধনা করলেন বিরোধী দলনেতা। তবে এবার অভিষেককে বিঁধতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেবের প্রসঙ্গ টানলেন শুভেন্দু। চাকরি দুর্নীতিতে এবার নন্দীগ্রামের বিজেপি বিধায়কের তুমুল তোপের মুখে অভিষেক। একইসঙ্গে বাংলায় লগ্নি ইস্যুতে শুভেন্দু অধিকারীর রোষানলে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে কী বলেছেন শুভেন্দু অধিকারী?
"কয়েকদিন আগে ভাইপোর কথা শুনেছেন? যাঁরা অবস্থান-ধর্না করছেন তাঁদের নিয়ে মিটিং করার পরে বলেছেন চাকরি দেওয়ার আমি কে? উনি চাকরি দেওয়ার কেউ নয়। উনি চাকরি বেচার মালিক। যাঁরা জেলে আছেন কালীঘাটের কাকু -শান্তনু-কুন্তল সব ওঁর হাতে তৈরি। এর আগে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব অনেক অভিযোগ করেছিলেন। পরবর্তীকালে আমি প্রমাণ দিয়ে দেখিয়েছি কীভাবে লিপস অ্যান্ড বাউন্ডসে টাকা ঢুকেছে। গৌতম দেবের অভিযোগ ও আমার অভিযোগ এবার সত্য বলে প্রমাণ হবে। চাকরি বিক্রি ও এজেন্ট নিয়োগের মালিক একই। টাকা ভাইপোর কোম্পানিতে গেছে। প্রভাব খাটিয়ে টাকা তুলেছে।"
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাংলায় লগ্নি ইস্যুতে কী বললেন শুভেন্দু অধিকারী?
"বেহালায় থাকে, শালবনিতে লগ্নি করবে স্পেনে গিয়ে তাঁকে ঘোষণা করতে হচ্ছে। তারকাটা উন্মাদের রাজত্ব। এসব হবে, জনগণকে জাগতে হবে।"
আরও পড়ুন- ‘বাংলায় চাকরির বড্ড আকাল?’ খোদ মন্ত্রীমশাইয়ের স্বীকারোক্তিতে অস্বস্তিতে সরকার
এদিকে, শুভেন্দু অধিকারীর এই অভিযোগ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া মিলেছে তৃণমূলের তরফেও। সংবাদমাধ্যমে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "যিনি অভিযোগ করছেন তাঁকে মানুষ টাকা নিতে দেখেছেন টিভির পর্দায়। ওঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ওঁর সুপারিশে মেলা ৫৫ জনের চাকরি বাতিল হয়েছে। ওঁর গোটা পরিবার দুর্নীতে যুক্ত। তিনি আঙুল তুলছেন অভিষেকের দিকে। রাজনীতিতে পেরে না উঠে অভিষেক ও তাঁর পরিবারকে আক্রমণ করছে। বাঘের বাচ্চার মতো তদন্তের মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।"
আরও পড়ুন- এযেন সাক্ষাৎ ‘দৈত্য’! প্রবল ঝুঁকিতে অসীম সাহসে পুকুর থেকে কী ধরলেন বনকর্মীরা?
উল্লেখ্য, সম্প্রতি ফের একবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারদ তদন্ত প্রসঙ্গে মুখ খুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। 'নারদে যাঁদের টাকা নিতে দেখা গেছে তাঁরা দলের হলেও সবাইকে গ্রেফতার করা হোক, কিন্তু শুরুটা হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে। টিভিতে টাকা নিতে দেখা গিয়েছিল যাঁকে।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যেরই এবার পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- ‘বাদাম বেচতে হবে’, দলেরই প্রবীণ নেতা সৌগতকে যা নয় তাই বললেন মদন…কেন?