কয়লা ও গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে আট মাস আগেই শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। শুক্রবার সিজিও থেকে বেরিয়েই এই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েছিলেন সেই কথোপকথনের অডিও প্রকাশের। ওই দিনই পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শনিবার অভিষেক অডিও হুমকি ঘিরে বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
শনিবার ঘাটালে বিজেপির সমাবেশ ছিল। মঞ্চ থেকেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তোপ দাগেন নন্দীগ্রামের বিধায়ক। সরব হন তাঁর সঙ্গে ফোনে বিনয় মিশ্রের কথাপোকথন নিয়ে অভিষেকের হুঁশিয়ারি নিয়েও। শুভেন্দুর কথায়, 'দাবি করা হয়েছে আমার সঙ্গে বিন মিশ্র কথা বলেছেন। ওই অডিও প্রকাশ করা হোক। আমার আপত্তি নেই। মাথা আমার উঁচু। সিপিএমকে উৎখাত করেছি, আপনার পিসি এবং আপনাকেও উৎখাত করব। আমি মেদিনীপুরের ছেলে। আপনাকে অডিওর সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর ৯৭৩৩০৬৪৫৯৫ এই ফোন নম্বরটাও প্রকাশ করতে হবে। যদি না পারেন তাহলে ধরে নেব, সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও আপনার বাজার গরম করার জন্য।'
আরও পড়ুন- বাদ গেলেও ফের তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জহর, সাংসদের উপর চাপ তৈরির কৌশল?
শুক্রবার শুভেন্দু বলেছিলেন, 'আমার ফোন সবাই জানে। তাই আমার সঙ্গে আমার ফোন দিয়ে কথা হয়েছে সেটা আগে প্রমাণ করুক। মুখে অনেক কথা বলে। শুধু বলতে চাই, কাঁচের ঘরে বলে ঢিল মারার দরকার নেই।' একই সঙ্গে বলেন, 'রুজিরা নারুলাটা কে? তিনি কে হন কয়লা ভাইপোর? সেই জবাবটা উনি দিতে পারলে আমিও সব উত্তর দেব।'
আরও পড়ুন- ‘মমতা ব্যানার্জিকে দুর্নীতির রানি বলবেন না, পিঠে তাল পড়তে পারে’, বিরোধীদের চরম হুঁশিয়ারি সৌগতর
শুভেন্দু অধিকারীর এ দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, 'শুভেন্দু প্রলাপ বকছেন। এক বছর আগেই উনি বলতেন সব পুলিশ অফিসার কাকে ফোন করছেন তার রেকর্ড ওনার কাছে আছে। কিই বিপ্লব। আজ সেই শুভেন্দু অধিকারীই নাকে ক্ষত দিয়ে নিজের মোবাইল নম্বর দেখাতে হচ্ছে। এটাই মমতা ব্যানার্জীর জয়। উনি তো অস্বীকার করলেন না যে ফোনে আমি কথা বলিনি। বলেছেন ভয়েসের উপর ভয়েস দিয়ে কীসব করা হয়েছে। মিথ্যা অভিযোগ হলে মামলা করুন। অভিষেক তো মামলার কথা বলেছেন। করুন মামলা।'