Sandeshkhali-Suvendu Adhikari: সন্দেশখালির আমজনতা বিজেপির সঙ্গে রয়েছেন বলেই মনে করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ওই এলাকার বহু বামপন্থী পরিবারও এবার বিজেপিকেই সমর্থন করবে। সন্দেশখালিতে ঢুকতে সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে আদালতের অনুমতি নিতে হয়নি। তাঁকে পুলিশও নাকি বাধা দেয়নি, এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে সিপিএম-এর 'সেটিং' রয়েছে, তারই জেরে বৃন্দা কারাত বিনা বাধায় সন্দেশখালিতে ঢুকতে পেরেছেন।
Sandeshkhali-Suvendu Adhikari: সন্দেশখালির বিক্ষোভ-আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক ইঙ্গিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সন্দেশখালির (Sandeshkhali) আন্দোলনকে নন্দীগ্রামের (Nandigram) পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা। শুধু তাই নয়, দিল্লি (Delhi) যাওয়ার আগে এদিন খলিস্তানী মন্তব্য বিতর্ক ইস্যুতেও মুখ খুলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক (Bjp Mla)।
Advertisment
সন্দেশখালির আন্দোলনের সঙ্গে নন্দীগ্রাম পর্বের তুলনা…
শুভেন্দু অধিকারীর কথায়, "বশ্যতা বিরোধী সংগ্রাম। নন্দীগ্রাম শুরু হয়েছিল জমি অধিগ্রহণ দিয়ে। এটা শুরু হয়েছে মেয়েদের উপর অত্যাচার দিয়ে। তার সঙ্গে জমি অধিগ্রহণ তো রয়েছে। তবে যেটা নন্দীগ্রামে ছিল না সেটা এখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারে আসার পরে ২০১৩ সাল থেকে কেউ ভোট দিতে পারেননি। তিনটে বড় ইস্যু নিয়ে এই সংগ্রাম।"
"চোর ধরতে যায়নি। ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছিল। জমি ফেরত তো আমি করেছি। নিজের জমি নিজে নেবে এতে পুলিশ কী করবে। আর জেলিয়াখালিতে গিয়েছিলেন শিবু হাজরার ম্যানেজার হিসেবে। উনি বলেছেন শাহজাহান ইডি-সিবিআইয়ের (ED-CBI) মামলা পুলিশ নট ইন্টারেস্টেড। উনি গিয়েছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে। কারণ, উনি তো এখন তৃণমূলের প্রেসিডেন্ট।"
শনিবার দিল্লির উদ্দেশে উড়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi) বঙ্গ সফর। পরপর তিন জায়গায় সভা করবেন নমো। যার মধ্যে একটি সভা রয়েছে উত্তর ২৪ পরগনার বারাসতে। এই বারাসতের জনসভায় সন্দেশখালির নির্যাতিত মহিলাদের আনতে পারে BJP। মোদীর আসন্ন বঙ্গ সফর নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হতে পারে শুভেন্দু অধিকারীর।