খোদ বিধানসভায় আদালত অবমাননা? বিরাট অভিযোগে স্পিকারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে। হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা।

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে। হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

স্পিকারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে। হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

Advertisment

বিধানসভার আইনের কথা উল্লেখ এর আগে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ ছিল ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যাবে না। সেই শুনানির মাত্র কয়েকদিনের মাথায় তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার ভয়ঙ্কর অভিযোগ এনে ফের হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনোত শুভেন্দু অধিকারী। 

শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের নিয়েই প্রবেশ করেন। অথচ আদালতের নির্দেশ অনুসারে সমস্ত বিধায়ককে সমান চোখে দেখতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, অন্য বিধায়কদের নিরাপত্তারক্ষীরা বাইরে থাকলেও কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বিধানসভায় প্রবেশের অনুমতি পান? এই প্রশ্ন তুলে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা। এই মামলায় আবেদনকারীর আইনজীবী দাবি করেন  বিধানসভার সিসিটিভি সংরক্ষণের নির্দেশ দিক আদালত।  

Advertisment

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন খোদ বিধানসভাতেই বৈষম্যের শিকার হবেন বিজেপি বিধায়করা? এই প্রশ্নে আদালতের দ্বারস্থ  শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী বিচারপতি অমৃতা সিন্হার দৃষ্টি আকর্ষণ করে জানান, এই আচরণ স্পষ্ট আদালত অবমাননার শামিল। এখন দেখার পালা, এই মামলায় আদালতের রায় কোন পথে গড়ায়।

আরও পড়ুন- খাস কলকাতায় বিরাট নারী পাচার চক্রের হদিশ, ৯ নাবালিকা উদ্ধার, কারা গ্রেফতার জানেন?

Suvendu Adhikari Suvendu