Trafficking racket:খাস কলকাতায় বিরাট নারী পাচার চক্রের হদিশ, ৯ নাবালিকা উদ্ধার, কারা গ্রেফতার জানেন?

Minor girl trafficking ring: গোপন সূত্রে খবর পেয়ে রাতেই ওই বাড়িতে হানা দেয় বটতলা থানার পুলিশ। অতর্কিতে হানায় মেলে সাফল্য।

Minor girl trafficking ring: গোপন সূত্রে খবর পেয়ে রাতেই ওই বাড়িতে হানা দেয় বটতলা থানার পুলিশ। অতর্কিতে হানায় মেলে সাফল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan murder case Kolkata arrest, Three accused arrested Kolkata, Fugitive criminal search, Phoolbagan police action, Cross-state criminal investigation, Kolkata police news, Rajasthan-Kolkata crime, Arrest of murder suspects, Fugitive apprehension India, Police operation Kolkata,রাজস্থানের খুন মামলার গ্রেপ্তার, কলকাতায় তিন অভিযুক্ত গ্রেপ্তার, একজন পলাতক, ফুলবাগান পুলিশ অভিযান, রাজস্থান-কলকাতা অপরাধ, পুলিশ তল্লাশি, খুনের মামলার আসামি, কলকাতা পুলিশ সংবাদ, ফাঁকি দেওয়া অপরাধী, ক্রস-স্টেট তদন্ত

প্রতীকী ছবি।

কলকাতার বুকে এবার বিরাট নারী পাচার চক্রের হদিশ। গিরিশ পার্কের একটি বাড়ি থেকে ৯ নাবালিকা সহ মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। নারী পাচারকারী সন্দেহে ওই বাড়ি থেকে আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে বাড়ি মালিকও রয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কলকাতার গিরিশ পার্কের বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়িতে বাইরে থেকে বেশ কয়েকজন নাবালিকাকে এনে রাখা হয়েছে বলে সূত্র মারফত খবর পৌঁছোয় পুলিশের কাছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'নেপাল থেকে শিক্ষা নিন, ৫০ হাজারের চাকরি দিন', উত্তাল রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ

Advertisment

এরপরেই ওই বাড়িতে আচমকা হানা দেওয়ার পরিকল্পনা করে ফেলে বটতলা থানার পুলিশ। সেই মতো আচমকা ওই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায় একটি ঘরের মধ্যে বেশ কয়েকজন নাবালিকা রয়েছে।

বাড়ি মালিককে ওই নাবালিকাদের ব্যাপারে প্রশ্ন করতেই রহস্যটা বেরিয়ে পড়ে। পুলিশের অনুমান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সব নাবালিকাদের এনে কলকাতা শহরের এই বাড়িটিতে রাখা হয়েছিল। এখান থেকেই এসব নাবালিকাকে বিভিন্নভাবে বাইরের রাজ্যে পাচারের ছক ছিল পাচারকারীদের।

আরও পড়ুন-Kolkata Metro: পুজোর আগেই যাত্রীদের বড় চমক কলকাতা মেট্রোর, বিরাট প্রশংসায় নয়া এই পরিষেবা

তদন্তে পুলিশের অনুমান এই পাচার চক্রটি বেশ বড় মাপের। এক্ষেত্রে বাইরের রাজ্যের অনেকেরও যোগ রয়েছে বলে এক প্রকার নিশ্চিত। সেই কারণেই ধৃতদের দফায় দফায় জেরা চলছে। নাবালিকাদেরও সঙ্গে কথা বলছে পুলিশ।

kolkata Arrest Child Trafficking