/indian-express-bangla/media/media_files/2025/05/16/ppqDhAnCYZEpH3DqGpTb.jpg)
প্রতীকী ছবি।
কলকাতার বুকে এবার বিরাট নারী পাচার চক্রের হদিশ। গিরিশ পার্কের একটি বাড়ি থেকে ৯ নাবালিকা সহ মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। নারী পাচারকারী সন্দেহে ওই বাড়ি থেকে আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে বাড়ি মালিকও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কলকাতার গিরিশ পার্কের বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়িতে বাইরে থেকে বেশ কয়েকজন নাবালিকাকে এনে রাখা হয়েছে বলে সূত্র মারফত খবর পৌঁছোয় পুলিশের কাছে।
এরপরেই ওই বাড়িতে আচমকা হানা দেওয়ার পরিকল্পনা করে ফেলে বটতলা থানার পুলিশ। সেই মতো আচমকা ওই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায় একটি ঘরের মধ্যে বেশ কয়েকজন নাবালিকা রয়েছে।
বাড়ি মালিককে ওই নাবালিকাদের ব্যাপারে প্রশ্ন করতেই রহস্যটা বেরিয়ে পড়ে। পুলিশের অনুমান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সব নাবালিকাদের এনে কলকাতা শহরের এই বাড়িটিতে রাখা হয়েছিল। এখান থেকেই এসব নাবালিকাকে বিভিন্নভাবে বাইরের রাজ্যে পাচারের ছক ছিল পাচারকারীদের।
আরও পড়ুন-Kolkata Metro: পুজোর আগেই যাত্রীদের বড় চমক কলকাতা মেট্রোর, বিরাট প্রশংসায় নয়া এই পরিষেবা
তদন্তে পুলিশের অনুমান এই পাচার চক্রটি বেশ বড় মাপের। এক্ষেত্রে বাইরের রাজ্যের অনেকেরও যোগ রয়েছে বলে এক প্রকার নিশ্চিত। সেই কারণেই ধৃতদের দফায় দফায় জেরা চলছে। নাবালিকাদেরও সঙ্গে কথা বলছে পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us