Suvendu-Mahua:'হিন্দু সমাজের অপমান বাংলায় চলবে না', মহুয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভায় সোচ্চার শুভেন্দু

Suvendu Adhikar-Mahua Moitra: মহুয়া মৈত্রের সাম্প্রতিকতম একটি মন্তব্যে মতুয়া সমাজের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে। এবার মহুয়ার বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু অধিকারীও।

Suvendu Adhikar-Mahua Moitra: মহুয়া মৈত্রের সাম্প্রতিকতম একটি মন্তব্যে মতুয়া সমাজের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে। এবার মহুয়ার বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু অধিকারীও।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra remarks on Matua community,  Suvendu Adhikari criticism Mahua Moitra,  Matua controversy West Bengal  ,Religious sentiments Matua insult allegations  ,FIR against Mahua Moitra  ,Krishnanagar protest Matua bandh , Scheduled caste / Scheduled tribe remarks  ,BJP reaction to TMC MP remarks,মহুয়া মৈত্র মতুয়া মন্তব্য  ,শুভেন্দু অধিকারীর সমালোচনা  ,কৃষ্ণনগর প্রতিবাদ সভা  ,ধর্মীয় অনুভূতায় আঘাত,  বিজেপির প্রতিক্রিয়া  ,ফেরা মামলা মহুয়া,  তফসিলি জাতি ও জনজাতি,  সতর্ক Matua সম্প্রদায়

Suvendu Adhikar & Mahua Moitra: শুভেন্দু অধিকারী ও মহুয়া মৈত্র।

এবার গড়ে গিয়েই মহুয়া মৈত্রকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। গতকাল কৃষ্ণনগরে প্রকাশ্য সভা থেকে সেখানকার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কড়া সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। মতুয়াদের অপমান করেছেন মহুয়া, এমনও অভিযোগ শোনা গিয়েছে BJP নেতার গলায়।

Advertisment

"হিন্দু সমাজের অপমান বাংলায় চলবে না। তফসিলি সমাজকে অপমান করা হয়েছে। এখানকার সাংসদ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে মাফ চাইতে হবে।" কৃষ্ণনগরে বিজেপির ডাকে হওয়া এক সভায় এই কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কৃষ্ণনগর রাজবাড়ি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। সেই মিছিলে হাঁটেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

পরে মহুয়া মৈত্রের মতুয়াদের নিয়ে করা মন্তব্যের রেশ ধরে তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, "মা কালী মদ সিগারেট খায়। এবার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। হিন্দুর গলায় আচার-মালা, তুলসী-মালা থাকে – সকল হিন্দুরই প্রতিবাদ করা উচিত ছিল। আজ সেই প্রতিবাদ জানাল বিজেপি। অন্যদেরও প্রতিবাদ করা উচিত ছিল। সনাতনী সংস্কৃতির প্রোটেকটার একমাত্র বিজেপিই।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ঝটিকা সফরে কাল কলকাতায় প্রধানমন্ত্রী, শুভেন্দুদের সঙ্গে আলাদা করে কথা?

এরই পাশাপাশি SIR নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "আগে ২৬ লক্ষ বাদ গিয়েছিল। এবার ১ কোটি বাদ যাবে। এস আই আর হবে। আর আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তৃণমূল ভয় পাচ্ছে। থর থর করে কাঁপছে।  বাংলাদেশি মুসলমানরা আর মৃত ভোটারদের বিকেলবেলায় ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা জেতে। মুসলিম বুথে আমাদের কর্মীরা থাকে না। ছাপ্পা মেরে তৃণমূল জেতে।" এরই পাশাপাশি রাজ্যের নয়া প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান' নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, 
'আমাদের পাড়া তৃণমূল তাড়া।'

আরও পড়ুন- West Bengal News Live Updates: ঝটিকা সফরে কাল কলকাতায় প্রধানমন্ত্রী, শুভেন্দুদের সঙ্গে আলাদা করে কথা?

bjp tmc Mahua Moitra Suvendu Adhikari