/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/mamata-didi-no-1-suvendu.jpg)
দিদি নাম্বার ওয়ানের সেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিই ফাঁস করেছেন শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari VS Mamata Banerjee: বুধবারই জনপ্রিয় বাংলা রিয়েলিটি শো 'দিদি নাম্বার ওয়ান'-এর সেটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শ্যুটিং-ও সারেন প্রায় ঘন্টা আড়াই ধরে। ডুমুরজলা স্টেডিয়াম ছাড়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যান, 'সব ভাল হয়েছে।' তবে, ওই শ্যুটিংয়ের কোনও ছবি বা ফুটেজ প্রাকাশ্যে আনা হয়নি। চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দ্রুত ওই এপিসোড সম্প্রচারিত হবে। তৃণমূল বা মমতার তরফেও এ নিয়ে কিছু জানানো হয়নি। কিন্তু, বাংলার 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি-র ছবি ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে 'দিদি নাম্বার ওয়ান'-এর সেটে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ওই ছবিতে মমতার পাশেই দেখা যাচ্ছে শোয়ের হোস্ট তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। এচাড়াও রয়েছেন মাথায় কলস নিয়ে এক আদিবাসী রমনী।
প্রশ্ন হল- চ্যানেল কর্তৃপক্ষ বা মুখ্যমন্ত্রীর তরফে যখন সবটার গোপনীয়তা বজায় রাখা হয়েছে তখন কীভাবে তা গেল শুভেন্দু অধিকারীর কাছে!
বিরোধী দলনেতা প্রায়ই বলে থাকেন যে, নবান্নই হোক বা মুখ্যমন্ত্রীর দফতর, এমনকী মুখ্যমন্ত্রীর গাড়িতেও তাঁর ঘনিষ্ঠ লোকজন রয়েছে। দাবি করেন, বহু তৃণমূল মন্ত্রী, বিধায়ক ও নেতারাই আড়ালে তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন। তাহলে কী তাঁদেরই কেউ, যিনি বা যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ তাঁদেরই কেউ বা কয়েকজন 'দিদি নম্বার ওয়ানে'র সেটে মুখ্যমন্ত্রীর যাওয়ার ছবি বিরোধী দলনেতাকে দিয়েছেন? এতদিন মনে করা হল শুভেন্দু ওই হুঙ্কার কৌশল গত। কিন্তু এদিনের পর তা নিয়ে চর্চার অবকাশ থাকছে।
আরও পড়ুন-Sandeshkhali Journalist Bail: সন্দেশখালিতে ধৃত সাংবাদিকের জামিন, রাজ্যকে তুলোধনা হাইকোর্টের
তবে, ওই ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট শো-তে মমতার যাওয়াকে 'লজ্জা' দাবি করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর 'মিথ্যাচা'র নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগত মিথ্যাবাদী। তার সর্বশেষ আধার কার্ড। UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে কারও আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে চলেছেন এবং এর জন্য একটি পোর্টাল চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে রাজ্য সরকার এধরণের কাজ করতে পারে না।'
শুভেন্দুর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা গরিব মানুষদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে বসবাসকারী SC, ST এবং OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। UIDAI-কে আমার অনুরোধের পর, আধার সেবা কেন্দ্র স্থাপন করতে সম্মত হয়েছে। যাঁদের কোন সমস্যা বা উদ্বেগ থাকতে পারে তারা সেখানে সমস্যার সমাধান করতে পারেন। আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাঁর কাছে জনগণের কল্যাণের চেয়ে রাজনীতি গুরুত্বপূর্ণ। # সন্দেশখালী একটি উদাহরণ। কুখ্যাত অপরাধী শাহজাহান শেখ এখনও পলাতক, যখন তিনি রিয়ালিটি টিভি শোতে ব্যস্ত। এটা লজ্জা।'
Mamata Banerjee is a congenital liar. Her latest is on Aadhaar Card.
UIDAI (Unique Identification Authority of India) has already clarified that no one’s Aadhaar Card has been deactivated. But Mamata Banerjee continues to lie and has promised to launch a portal for the same,… pic.twitter.com/DRFW0W38o5— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 22, 2024