/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/Suvendu-Adhikari.jpg)
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
যাদবপুরে যুব মোর্চার সভা থেকে ফেরার সময় তাঁর উপরে পরিল্পনামাফিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই অভিযোগে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিরোধী দলনেতা। টুইটে তিনি লিখেছেন, 'গতকাল ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুরে গিয়েছিলাম। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় হঠাৎ একদল আততায়ী আক্রমণ করে। অজ্ঞাত দুর্বৃত্তরা "রেভেলিউশনারি স্টুডেন্টস ফেডারেশন"-এর সদস্য। এটি একটি নিষিদ্ধ মাওবাদী সংগঠন।'
Yesterday, I visited Jadavpur to attend an event organized by the Bharatiya Janata Yuva Morcha.
While exiting the venue, around 5:40 pm, I was suddenly attacked by a group of unknown assailants, who managed to breach security and were shouting slogans & brandishing black flags.… pic.twitter.com/rhtr9m2SWH— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 18, 2023
উল্লেখ্য, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে গতকাল নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁকে কালো পতাকা দেখানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এবিভিপি এবং আরএসএফ-এর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গতকাল বিক্ষোভকারীদের উপর চড়াও হন।
আরও পড়ুন- তুমুল বৃষ্টির পূর্বাভাস, আজ বর্ষার তুফানি মেজাজ দেখবে কোন কোন জেলা?
বিরোধী দলনেতার অভিযোগ, নিষিদ্ধ মাওবাদী সংগঠন আরএসএফ-এর কর্মীরা তাঁর উপর পরিকল্পনা করেই হামলা চালিয়েছে। তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। যাদবপুর থানায় তিনি এফআইআর দায়ের করেছেন।
আরও পড়ুন- প্রধান শিক্ষকের ‘কু-কীর্তি’তে কান পাতা দায়! গোটা স্কুলই লাটে ওঠার জোগাড়!
টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমাজবিরোধী কার্যকলাপের আস্তানায় পরিণত করেছে। প্রতিষ্ঠান বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী মতাদর্শকে আশ্রয় করে সরকারের সমালোচনা করছে। আমি এই ঘটনার বিষয়ে একটি এফআইআর দায়ের করেছি।'
উল্লেখ্য, গতকাল যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড চত্বরের ওই বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।