RG Kar case news: আরজি কর (RG Kar Case) মামলায় শাস্তি ঘোষণার পরদিন অর্থাৎ মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁদের সঙ্গে দেখা করে বড় লড়াইয়ের বার্তা দিলেন নন্দীগ্রামের বিধায়ক। প্রায় ৩০ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। নির্যাতিতার বাবা-মা তাঁর উপর ভরসা রেখেছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, সোমবার আরজি কর ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছেন শিয়ালদহ আদালত।
শুভেন্দু এদিন জানিয়েছেন, 'আমি নিজেকে তাঁদের পরিবারের একজন বলে ভাবি। আমি তাঁদের সঙ্গে রয়েছি। যেভাবে সহযোগিতা চাইবেন, সেভাবে আমি সাধ্যমতো ওঁদের সাহায্য করব।' শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তাঁর আদেশনামায় জানিয়েছেন, বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসাবে আরজি কর কাণ্ডকে মনে করছেন না তিনি। শুভেন্দু জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে এই রায়ে খুশি নন।
এদিন নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাঁদের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু জানান, 'ওঁদের লড়াইয়ের মানসিকতাকে কুর্নিশ। বুধবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সামগ্রিক ভাবে তাঁরা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।' শুভেন্দু আরও বলেছেন, 'আমার ব্যক্তিগত মত, এটা বিরলতম ঘটনা। অনেক বড় লড়াই হবে, পরিবার তার প্রস্তুতি নিচ্ছে।'
আরও পড়ুন শুভেন্দুর সঙ্গে সম্পর্কে চিড়? দলের বৈঠকে বিরোধী দলনেতার গরহাজিরা নিয়ে সুকান্তর মন্তব্য চর্চায়!
মঙ্গলবার শুভেন্দুর সঙ্গে নির্যাতিতার বাড়ি যান বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী। সূত্রের খবর, আইনি সাহায্যের বিষয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে।
এদিকে, আরজি কর মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। আজ, বুধবার সেই মামলায় রাজ্যের আবেদন শুনবে উচ্চ আদালত। বুধ সকালে বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি। যদিও রাজ্যের এই পদক্ষেপে সায় নেই নির্যাতিতার মা-বাবার। নিহত চিকিৎসকের বাবা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, 'ওঁকে ওত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী এতদিন যা করেছেন আর যেন উনি না করেন, এটাই আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে।'