Advertisment

Suvendu-Sukanta: শুভেন্দুর সঙ্গে সম্পর্কে চিড়? দলের বৈঠকে বিরোধী দলনেতার গরহাজিরা নিয়ে সুকান্তর মন্তব্য চর্চায়!

West Bengal BJP: মঙ্গলবার সল্টলেক চত্বরের একটি হলঘরে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনেকের পাশাপাশি বঙ্গ বিজেপির শীর্ষনেতারা হাজির ছিলেন। বৈঠকে ছিলেন না শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP's dharna at Kolkata's Dharmatala to protest against the RG kar case, আরজি কর, বিজেপির ধরনা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার

Suvendu Adhikari & Sukanta Majumdar: শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

Suvendu Adhikari-Sukanta Majumdar: বঙ্গ BJP-র দুই শীর্ষ নেতার মধ্যে সম্পর্কে চিড়? মঙ্গলবার রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্পর্কে যে মন্তব্য করলেন তা এখন বেশ চর্চায়। গত কয়েকবারের মতো মঙ্গলবারও বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে গরহাজির ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এমন গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজিরা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সুকান্ত মজুমদারকে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য এখন দারুণ চর্চায়।

Advertisment

শুভেন্দুর বৈঠকে গরহাজিরা নিয়ে কী বলেছেন সুকান্ত?

"শুভেন্দু দা তো সাংগঠনিক কোনও বৈঠকে থাকেন না। উনি কমফোর্ট ফিল করেন না। আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে। উনি এতক্ষণ সময় দিতে পারেন না। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা। তাঁর তো অনেক সময় অনেক কর্মসূচি থাকে। এত সময় পাবেন কী করে?"

খোদ দলের রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির প্রধান সৈনিক শুভেন্দু অধিকারী সম্পর্কে এ কথা বলায় চর্চা বেড়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, মঙ্গলবার সল্টলেকে একটি হলে বিজেপির বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মঙ্গল পান্ডে, সুনীল বনশল, অমিত মালব্যরা ছিলেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে। 

Advertisment

আরও পড়ুন- Puri: পুরী যাওয়ার আগে এই খবর আগে জানুন! বদলাচ্ছে জগন্নাথ দর্শনের নিয়ম

রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দলের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নেতা বৈঠকে হাজির ছিলেন। তবে এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির প্রধান সারির নেতার অনুপস্থিতি নজর কেড়েছে আবারও। 

আরও পড়ুন- Saraswati Puja: প্রস্তুতিতেই বিপুল সাড়া! কলকাতার নাকের ডগায় 'বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী' প্রতিমা

Suvendu Adhikari Bengal BJP Bangla News Bengali News Today Suvendu Adhikary Sukanta Majumder news in west bengal news of west bengal
Advertisment