Advertisment

ফের শুভেন্দুর সভায় 'না' পুলিশের, 'এর শেষ দেখতে' আবারও কোর্টে বিজেপি নেতা

আবারও শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
case file highcourt regarding of Suvendu Adhikari's Kanthi's meeting

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ফের কোর্টে গেলেন শুভেন্দু। কলকাতা ও কাঁথিতে দুটি সভার প্রশাসনিক অনুমতি না মেলায় আবারও আদালতের দ্বারস্থ বিধানসভার বিরোধী দলনেতা। আগামী ১২ ডিসেম্বর কলকাতার হাজরা এবং ২১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করার কথা বিজেপির। দুটি সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে শুভেন্দুর দুটি সভার কোনওটিতেই পুলিশি অনুমোদন না মেলায় শেষমেশ কলকাতা হাইকোর্টরে দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। আজই তাঁর মামলার শুনানির সম্ভাবনা।

Advertisment

আবারও আদালতে শুভেন্দু অধিকারী। এর আগে গত ৩ ডিসেম্বর কাঁথিতে তাঁরই বাড়ির কাছে সভা করেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যুবরাজকে জবাব দিতে সেদিনই পাল্টা সভা করেছিলেন শুভেন্দুও। খাস অভিষেকের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারে সভা করেছিলেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- বঙ্গে ডিসেম্বর ডেডলাইনে তোলপাড় ফেলছে বিজেপি, এবার দিল্লিতে আজ কী কথা শাহ-সুকান্তর?

সেদিনই চাঁচাছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা। তবে এবার কাঁথিতে দাঁড়িয়েই অভিষেককে জবাব দিতে চান বিজেপি নেতা। কাঁথিতে শুভেন্দুর প্রস্তাবিত সভা নিয়ে ইতিমধ্যেই এক দফার আলোচনা সেরে নিয়েছেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা।

আগামী ২১ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করার কথা শুভেন্দু অধিকারীর। উল্টোদিকে তারও আগে আগামী ১২ ডিসেম্বর কলকাতার হাজরাতেও আরও একটি সভা করার কথা বিজেপির। এই দুটি সভার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশ দুটি সভার কোনওটিতেই অনুমতি দেয়নি। রাজ্য পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী । আজ দুপুরেই তাঁর দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Suvendu Adhikari highcourt bjp tmc
Advertisment