scorecardresearch

পঞ্চায়েত ভোট: সুপ্রিম কোর্টে মামলার পরও ফের হাইকোর্টে শুভেন্দু! কেন?

কলকাতা হাইকোর্টে ফের কী আর্জি বিরোধী দলনেতার?

suvendu adhikari panchayat election 2023 calcutta high court supreme court , পঞ্চায়েত ভোট: সুপ্রিম কোর্টে মামলার পরও ফের হাইকোর্টে শুভেন্দু! কেন?
কলকাতা হাইকোর্টের আবেদন শুভেন্দুর।

বিরোধী দলনেতার আর্জি মেনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। সব সিদ্ধান্তের ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়েছে উচ্চ আদালত। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু বৃহস্পতিবার ফের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের সত্ত্বেও কেন ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হল বিরোদী দলনেতাকে? জানা গিয়েছে, আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে শীর্ষ আদালত। তাই কলকাতা হাই কোর্টে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আজই দুপুর ২টোয় মামলাটির শুনানি হতে পারে।

২০১১ সালে এসটি, এসসি গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি-র গণনা হয়নি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানিয়েছিলেন। পুরো বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করতা রাজি না হলেও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার সারবত্তা থাকলেও, এই অবস্থায় হাইকোর্ট কমিশনের উপরই বিষয়টি ছেড়ে দিচ্ছে। এর পরও শুভেন্দুর কোনও বক্তব্য থাকলে তিনি কমিশনে তা জানাতে পারেন। আইন অনুযায়ী খতিয়ে দেখে কমিশনকে পদক্ষেপ করবে।

আরও পড়ুন- মমতার হিন্দি ‘জ্ঞান’ সম্পর্কে নজিরবিহীন কটাক্ষ, শুভেন্দুর টিপ্পনি-টুইট জোর চর্চায়!

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Suvendu adhikari panchayat election 2023 calcutta high court supreme court