/indian-express-bangla/media/media_files/2025/10/19/suvendu-adhikari-protest-mandirbazar-kali-puja-incident-2025-10-19-13-21-39.jpg)
প্ল্যাকার্ড হাতে গো-ব্যাক স্লোগান, শুভেন্দুর কনভয় আটকে বেনজির বিক্ষোভ
রায়দিঘিতে পুজো উদ্বোধনে যাওয়ার পথে ধুন্ধমার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান। 'আমার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে'। মায়ের দর্শন করতে এসেছি বাধা দিচ্ছে কারা'? প্রশ্ন শুভেন্দুর।
মন্দির বাজারে বেনজির বিক্ষোভের মুখে শুভেন্দু। কালীপুজোর উদ্বোধনে যাওয়ার সময় শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান। রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মহিলাদের। 'আমাকে রাস্তায় আটকানোর চেষ্টা'। বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। তৃণমূল নেত্রীর রেখা গাজির নেতৃত্বে বিক্ষোভ, অভিযোগ বিজেপির।
আরও পড়ুন- কালীপুজোতেও ঝমঝমিয়ে বৃষ্টি? কোন কোন জেলায় ফের দুর্যোগ?
গতকাল রাতেই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার ঘটনার মাত্র কয়েকঘন্টার মধ্যেই মন্দিরবাজারে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় লক্ষ্য করে ওঠে 'জয় বাংলা' স্লোগান। 'আমাকে আজ রাস্তার উপর আটকানোর চেষ্টা করা হয়েছে। আমি বিজেপি করতে আসিনি। আমি ধর্ম পালন পালন করতে এসেছি। মায়ের দর্শন করতে এসেছি। বাধা দিচ্ছে কারা'? প্রশ্ন শুভেন্দুর। তিনি আরও বলেন, 'আজকে যদি আমার মতো, আমার সঙ্গে ২০ জন সিকিউরিটি থাকে, আমি বিরোধী দলনেতা। আমি চলে যাব। পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে ? '
আরও পড়ুন-কালীপুজোতেও ঝমঝমিয়ে বৃষ্টি? কোন কোন জেলায় ফের দুর্যোগ?
এদিন কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজো মন্ডপে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। কেন্দ্রীয় বঞ্চনা ও পরিযায়ী ইস্যুতে এদিনের বিক্ষোভ বলে জানিয়েছে বিক্ষোভকারী এক মহিলা। তিনি বলেন, “আমরা সাধারণ মানুষ হিসাবে এসেছি। ওঁর কাছে জবাব চাইছি কেন একশো দিনের টাকা বন্ধ করা হয়েছে, কেন আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে?” মন্দির বাজারের পর মথুরাপুর, লালপুরেও বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে।
আরও পড়ুন- অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার, আকাশছোঁয়া দামেও ধনতেরাসে সোনা বিক্রিতে নজির দেশে
ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, "গদ্দার বিজেপি গবীরের মাথার ছাদ, পেটের ভাত কেড়ে নিয়েছে। ১০০ দিনের কাজের ২ লক্ষ কোটি টাকা বকেয়া। বাংলা প্রতিবাদ করতে জানে। সাধারণ মানুষ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন"।
এদিকে আজকের এই ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, "আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় আমাকে অবৈধ বাংলাদেশি মুসলমানরা বারংবার আক্রমণ করে, অন্তত সাতটি স্থানে আমাকে হামলার সম্মুখীন হতে হয়। বারবার আমার গাড়ি থামানোর চেষ্টা করা হয়, এবং লালপুর মাদ্রাসার সামনে সংঘটিত আক্রমণের ঘটনাও ঘটে। এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজি, সেখানকার এসপি কোটেশ্বর রাও এর সহযোগীতায়। কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয়, আমি স্রেফ একজন হিন্দু হিসেবে কালীপুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাচ্ছিলাম। এই অঞ্চলটি বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় তৃণমূলের মদতে এইসব অনুপ্রবেশকারীরা অবৈধ ভাবে এখানে বাস করছে। এরা আসলে অবৈধ অনুপ্রবেশকারী এবং নির্বাচন কমিশনের “SIR” প্রক্রিয়া নিয়ে এরা আতঙ্কিত, তাই এরা আতঙ্কগ্রস্ত হয়ে এভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। পরিস্থিতি এখন এমন যে পশ্চিমবঙ্গের একজন হিন্দু এই সব অনুপ্রবেশকারী মৌলবাদীদের দৌরাত্ম উপেক্ষা করে নিজের ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশ নিতেও পারবে না। আমাকে এভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না। জগদ্ধাত্রী পুজোর সময় আমি আবার এই এলাকায় আসব"।