Diwali 2025 weather Forecast: কালীপুজোতেও ঝমঝমিয়ে বৃষ্টি? কোন কোন জেলায় ফের দুর্যোগ?

Diwali Weather Forecast 19 October, 2025: আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুসারে কালীপুজো এবং ভাইফোঁটার দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Diwali Weather Forecast 19 October, 2025: আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুসারে কালীপুজো এবং ভাইফোঁটার দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dakshineswar Temple Diwali lights, Dakshineswar Temple,Chandannagar lighting festival, Babu Pal lighting legacy, LED decoration India, Diwali 2025 Kolkata, Chandannagar Jagadhatri Puja lights, festive illumination, Indian temple lighting, Diwali decoration inspiration,দক্ষিনেশ্বর মন্দির দীপাবলি আলোকসজ্জা, চন্দননগর আলোকসজ্জা, বাবু পালের আলোকশিল্প, জগদ্ধাত্রী পূজা আলো, LED আলোকসজ্জা, দীপাবলি ২০২৫ কলকাতা, উৎসব আলোর ছোঁয়া, মন্দির আলোকসজ্জা, আলোর ঐতিহ্য

Dakshineswar Temple: রঙিন আলোয় সেজে উঠছে দক্ষিণেশ্বরের মন্দির।

Kolkata weather update: বর্ষার বিদায়ে ধীরে ধীরে শীতের আগমন রাজ্যে। তবে ফের এরই মধ্যে কালীপুজোর দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।  কোন কোন জেলায় ফের দুর্যোগ?

Advertisment

লম্বা ইনিংস খেলে অবশেষে বিদায় নিল বর্ষাকাল। ধীরে ধীরে রাজ্যজুড়ে প্রবেশ করছে শীত। গত কয়েকদিন ধরে শহর থেকে গ্রাম — সর্বত্রই সকাল ও সন্ধ্যায় পারদ পড়ছে। বিশেষ করে রাজ্যের গ্রামাঞ্চলে ক্রমেই বাড়ছে শীতের আমেজ
আগামীকাল কালীপুজো। এর কালীপুজোতে একাধিক জেলায় বৃষ্টির পুর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।  

আরও পড়ুন- “আমার দরজা ওর জন্য আজও খোলা”, শোভনের প্রত্যাবর্তনে খুশির বাঁধ ভাঙল রত্না চট্টোপাধ্যায়ের

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুসারে কালীপুজো এবং ভাইফোঁটার দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ রবিবার উপকূলবর্তী জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে, তবে অন্যান্য জেলা আংশিক মেঘলা থাকবে।

আরও পড়ুন- পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা, অবিলম্বে সংঘর্ষ বিরতিতে সম্মতি জানাল দুই দেশ

মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উৎসবের দিনগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। সোমবার সকালের দিকে আকাশ  আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনভর রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- তৃণমূলের 'আসল শত্রু' কে? চিনিয়ে দিলেন অনুব্রত, SIR নিয়ে বিরাট হুঙ্কার

উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে এবং সকালে কিছু সময় কুয়াশা দেখা যেতে পারে।

Bengal Weather Alipur weather Office Alipore Weather Office weather Diwali