/indian-express-bangla/media/media_files/2025/04/06/tX29XxtG5RAEhigALy01.jpg)
নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস শুভেন্দুর
Suvendu Adhikari: রাজ্যে আজ রামনবমীর শুভক্ষণে রামমন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামের সোনাচূড়ায় আজ রামমন্দিরের শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী। গত ২২ জানুইয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ রামনবমীর দিনই হতে চলেছে রামমন্দিরের শিলান্যাস।
সাড়ে চার বিঘা জমিতে গড়ে উঠবে এই রাম মন্দির। সাধু-সন্তদের উপস্থিতিতে চলছে হোম-যজ্ঞ। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে রাম নবমী, অন্যদিকে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠান। জেলায় অশান্তি এড়াতে তৎপর পুলিশ৷ মোতায়েন করা হয়েছে বিলাশ পুলিশ বাহিনী।
সকাল ১০টায় শিলান্যাস অনুষ্ঠান। তার আগে ভাঙ্গাবেড়িয়া থেকে সোনাচূড়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা । এরপরই ঘটা করে করা হবে শিলান্যাস। ইতিমধ্যে পূজার্চনা শুরু হয়ে গিয়েছে। পূজার্চনা ও নাম কীর্তনে মেতে উঠেছে ভক্তরা।
তোষণের রাজনীতি ওঁর কাল হবে, নাম না করে মুখ্যমন্ত্রীকে ভয়ঙ্কর নিশানা করলেন কে?
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, 'রাম নবমী ও নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপনকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়াররা ও উচ্চ পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ একাধিক গাড়ি রাস্তায় টহল দিচ্ছে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে"।