Advertisment

'ব্রিটিশ পুলিশকে ভয় করিনি, এলি-তেলিরা কিচ্ছু করতে পারবে না,' মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের অঙ্গুলিহেলনে চলে পুলিশ তাঁর পরিবারকে হেনস্থা করছে বলে অভিযোগ শুভেন্দুর।

author-image
Joyprakash Das
New Update
suvendu adhikari criticize mamata banerjee

আাবারও শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানার পুলিশ টানা জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা। গতকালের এই ঘটনার পর এদিন শুভেন্দু অধিকারী এক প্রশ্নের জবাবে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল সুপ্রিমোকে। অধিকারী পরিবার কখনও ব্রিটিশ পুলিশকে তোয়াক্কা করেনি তো মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারবে না বলে তিনি দাবি করেছেন। তবে শুভেন্দুর হুঙ্কার, তিনি সুদে-আসলে সব কিছু ফিরিয়ে দেবেন।

Advertisment

শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্য পরাধীন ভারতে জেল খেটেছেন। তাঁদের বাড়ি তিন-তিনবার ব্রিটিশ পুলিশ পুড়িয়ে দিয়েছে। শুভেন্দু বলেন, 'ওর বাড়ির কেউ স্বাধীনতা সংগ্রামী ছিল নাকি? আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ৮ বছর ছিলেন। আমরা এগুলোকে ভয় করি না। ব্রিটিশের পুলিশকে অধিকারী পরিবার ভয় করেনি। ৪৭-এর আগে আমাদের গ্রামের বাড়ি তিন বার পুড়িয়েছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ পুলিশকে ভয় করিনি, এলি-তেলি এরা কি করবে। কিচ্ছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সুদে-আসলে ফিরিয়ে দেবে শুভেন্দু অধিকারী।'

বিরোধী দলনেতার দাবি, পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের বিরুদ্ধেও তোপ দেগেছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, 'ভাইপো বলেছিল কিছু একটা করতে হবে। কিছু করতে পারবে না। আইসি হলদিয়া, এসডিপিও হলদিয়া, এসপি পূর্ব মেদিনীপুরকে এজেন্সি ডাকবে। এখানকার পুলিশকে লেলিয়ে দিয়েছে কীভাবে বিজেপিকে বা বিরোধীদের দমন করা যায়।'

আরও পড়ুন- ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথম দুর্গাপুজো কার্নিভাল, মেগা শো-য়ে রঙিন রেড রোড

কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলার তদন্ত করছে কাঁথি থানার পুলিশ। তবে গ্রেফতার না করার আদালতের রক্ষাকবচ রয়েছে সৌমেন্দুর। ভাইকে পুলিশি জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 'পুজোর মধ্যে সৌমেন্দু অধিকারীকে ডাকতে হবে! কোর্টে দাঁড়িয়ে বলেছে ২ ঘন্টা জেরা করবে না। ১০ ঘন্টা কেন ২০০ ঘন্টা রাখতে দে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না।' এটা বেআইনি কাজ বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

এর আগে শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন ডিসেম্বরের পর রাজ্য সরকার থাকবে না। এবার বিরোধী দলনেতা সরাসরি হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অধিকারী পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশি তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।

Suvendu Adhikari abhishek banerjee Mamata Banerjee
Advertisment