Advertisment

পঞ্চায়েতে এবার 'খেলা' দেখাবেন শুভেন্দু, অভিষেক-গড়ে তৃণমূলকে তুলোধনা বিজেপি নেতার

তৃণমূলকে বেনজির হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
New Update
without taking name suvendu criticizes abhisek regarding egra blast

নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে এবার 'খেলা হবে' স্লোগান শুভেন্দু অধিকারীর মুখেও। শনিবার ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠের সভায তৃণমূলকে অলআউট আক্রমণে রাজ্যের বিরোধী দলনেতা। একের পর এক মারাত্মক সব অভিযোগ এনে শুভেন্দু এদিন ঝাঁঝালো ভাষায় দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

Advertisment

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামে-গ্রামে দলের নেতা-কর্মীদের আগেভাগে প্রার্থী ঠিক করতে বার্তা দিলেন বিরোধী দলনেতা। এরপরেই বরাভয় দিয়ে কর্মীদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ''গ্রামে প্রার্থী ঠিক করতে পারবেন তো?'' নেতা-কর্মীরা হ্যাঁ বলতেই শাসক তৃণমূলকে দুষে শুভেন্দুর তোপ, ''এবারে খেলাটা দেখাব!''

একুশের বিধানসভা ভোটে 'খেলা হবে' স্লোগানে রাজ্যজুড়ে ঝড় তুলেছিল তৃণমূল। তৃণমূল সুপ্রিমোর মুখ থেকে 'খেলা হবে' স্লোগান বেরনোর পর সেই স্লোগান দলের ছোট-মাঝারি-বড় সব.. নেতাই দিনের পর দিন আউড়ে গিয়েছেন। 'খেলা হবে' স্লোগানের সঙ্গে তৃণমূলেরই নামটাই এতদিন ভীষণভাবে জড়িয়েছিল। তবে এবার অভিষেক-গড়ে দাঁড়িয়ে তৃণমূলের সেই স্লোগান ধার করেই জোড়াফুলকে কার্যত পিষে দিলে শুভেন্দু।

বিরোধী দলনেতার দাবি, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডায়মন্ড হারবারে নির্বাচন সুষ্ঠুভাবে হলেও তারপর থেকে এখানে ভোট কার্যত লুঠ হয়েছে। যদিও ২০১৬ সালের পর ২০২১-র বিধানসভা ভোটের কয়েক মাস আগে পর্যন্তও শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন। তবে আজ সেসব অতীত। কাঁথির সাংসদ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু এখন এরাজ্যের বিজেপির প্রধান 'মুখ'। শুভেন্দু অধিকারীর দাবি, ২০১৬ সালের পর থেকে ডায়মন্ড হারবারে তৃণমূলের নেতৃত্বে ভোট লুঠ হয়েছে।

আরও পড়ুন- কাঠের গুঁড়ি ফেলে রাস্তা আটকানোর চরম হুঁশিয়ারি, তৃণমূলকে কঠিন বার্তা শুভেন্দুর

এক্ষেত্রে শুভেন্দু নাম না করে নিশানা করেছেন অভিষেককেই। ২০১৮-এর পঞ্চায়েতে এই এলাকাতেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তবে এবার আসন্ন পঞ্চায়তে ভোট লুঠ আটকাতে সবরকম চেষ্টা তাঁরা করবেন বলে সাফ জানিয়েছেন শুভেন্দু।

বিরোধী দলনেতার কথায়, ''২০১৪- ১৬ সাল পর্যন্ত এখানে ভোট হতো। ২০১৬ সালের পর এখানে ভাইপো বাহিনী ভোট করতে দেয়নি। ২০১৮ সালের পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে দেয়নি। এবার খেলাটা দেখাব। গ্রামে প্রার্থী ঠিক করতে পারবেন তো? আমরা মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করব। এবারে আমরা খেলা দেখাব।''

abhishek banerjee West Bengal rally panchayat election Diamond Harbour Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee
Advertisment