শাসক-সবজির বাজার আগুন। টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়শ-সহ সব সবজিরই আগুনে দামে হাতে ছ্যাঁকা আম আদমির। চড়া বাজারদর নিয়ে এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। "আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সাথে মোদীজির দেওয়া বিনা পয়সার চাল?" সোশ্যাল মিডিয়ায় এমনই টিপ্পনির সুরে পোস্ট করে রাজ্যকে কটাক্ষ বিজেপি নেতার।
কাঁচা লঙ্কা ৩০০-৩৫০ টাকা কেজি, আদা ৩০০-৩৫০ টাকা কেজি, পটল ৭০ টাকা কেজি, কুমড়ো ৪৫ টাকা, কাঁচা পেঁপে ৫০-৬০ টাকা কেজি। শহর কলকাতা ও তার আশেপাশের বাজারগুলিতে শাক-সবজির এমনই দর চলছে। অনেক সবজির দোকানি কাঁচা লঙ্কা, আদাই রাখছেনই না। ফি দিন দাম বাড়ছে শাক-সবজির। এই পরিস্থিতিতে বাজারদরে লাগাম টানতে কোমর বেঁধেছে রাজ্য সরকার। নবান্নে টাস্ক ফোর্সের উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে।
আরও পড়ুন- ফের খুন, আবারও রক্তের ‘হোলি’ বাংলায়! এবার গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী
তবে আগুনে বাজারদর নিয়ে এবার রাজ্য সরকারকে বিঁধে টিপ্পনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সাথে মোদীজির দেওয়া বিনা পয়সার চাল?" এক মাস পূর্বের বাজার দরের সঙ্গে বর্তমান বাজার দরের তফাৎ করলে বোঝা যাবে যে হাটবাজারে আগুন লেগেছে। চড়া দামের ছ্যাঁকায় বাঙালি নাজেহাল। আনাজের দাম নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত পরিবারের ও নাগালের বাইরে। এমনকী এ কথা বললে মোটেও বাড়াবাড়ি হবে না যে সব্জির দাম এই মুহূর্তে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে।'
চড়া বাজারদর নিয়ে রাজ্যকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। তিনি লিখেছেন, 'প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলেই আজ আনাজের দাম মাত্রা ছড়িয়ে গিয়েছে। আনাজের দাম নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী অনেক ঢাক ঢোল পিটিয়ে "টাস্ক ফোর্স" গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল হঠাৎ করে বাজার হাটে শাক-সব্জির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা। কিন্তু আদতে এর প্রতিফলন কখনোই দেখা যায় না। আর লোক দেখানো পদক্ষেপ গ্রহণ করে আনাজের দাম শুধুমাত্র "সুফল বাংলা" বিপণিতে কিছুটা কমিয়ে দিলে তার প্রভাব ৫ শতাংশ লোকের ওপরেও পড়ে না।'
আরও পড়ুন- ভ্যাপসা গরমে নাজেহাল দশা! দক্ষিণবঙ্গে তুফান তুলে বৃষ্টি শুরু কবে?