/indian-express-bangla/media/media_files/2025/09/23/suvendu-2025-09-23-13-02-28.jpg)
Kolkata Rains: শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত জলের তলায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু। সরকারের সমালোচনায় শুভেন্দু অধিকারী।
Kolkata Weather Updates:গতকাল রাত থেকে একনাগাড়ে চলা রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর এসেছে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। নেতাজি নগর থেকে শুরু করে গড়িয়াহাট, বেনিয়াপুকুর সহ একাধিক জায়গায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। মর্মান্তিক এই ঘটনা নিয়েই এবার রাজ্য সরকারকে বিঁধে ফের সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শুভেন্দু অধিকারী এদিন লিখেছেন, "জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল!!! মৃতদেহ ভাসছে জমা জলে, সকাল সকাল এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায়। কিন্তু এই দুর্দশার জন্য দায় কার?
এক রাতের বৃষ্টিতেই কলকাতা-সল্টলেক জলমগ্ন! ভাসছে শহর, বিপন্ন শহরবাসী, চরম দুর্ভোগ অফিস যাত্রীদের। আজকের দিনে যখন প্রযুক্তি এত উন্নত যে কখন বৃষ্টি হবে, কত পরিমাণে হবে তার আভাস আগেই পাওয়া যায় তখন কলকাতা ও বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতা আর উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হয়। এরা পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেননি, বারবার একই চিত্র বছরের পর বছর !"
তিনি আরও লিখেছেন, "বিদ্যুৎ দফতরের দোষ তো একেবারে মারাত্মক। আধিকারিকরা কোথায়? খোলা তারের এই বিপদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এখন অবধি সাতজন নিরীহ মানুষ মারা গেছেন। এটা আপনাদের ব্যর্থতা নয়, এটা অপরাধ, দোষ কার তা নির্ধারণ করে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনায় মানুষের দুর্ভোগের শেষ নেই। আর কত দিন এই অরাজকতা চলবে?"