তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে বৈঠকে না থাকার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ দুপুরেই রাজ্য বিধানসভায় বাজেট পেশ। তার আগে বেলা সাড়ে ১২টায় বিধানসভায় রাজ্যের তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বৈঠক হবে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা ছিল। তবে বৈঠকে শুভেন্দু অধিকারী থাকবেন না বলে টুইট করে জানিয়েছেন।
তথ্য কমিশনার নির্বাচন নিয়ে তিন সদস্যের একটি কমিটি রয়েছে। সেই কমিটির চেয়ারপার্সন হলেন মুখ্যমন্ত্রী নিজে। তিনি ছাড়াও তাঁর মন্ত্রিসভার সদস্য তথা পরিষদীয় ন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই কমিটিতে রয়েছেন। তবে শুভেন্দু এই বৈঠকে থাকবেন না বলে এদিন জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এদিনের বৈঠকে তথ্য কমিশনার হিসেবে যে নাম চূড়ান্ত হবে সেটিই সুপারিশের আকারে পাঠানো হবে রাজ্যপালের কাছে।
আরও পড়ুন- আর ছাড় নয়! মানিকের ছেলেকে চোখে-চোখে রাখতে ‘জবরদস্ত’ বন্দোবস্ত ED-র
রাজ্য যাঁকে নির্বাচিত করবে সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে তাঁর নামই পরবর্তী তথ্য কমিশনার হিসেবে চূড়ান্ত হবে। তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বৈঠকে তাই শুভেন্দু না থাকলেও বিশেষ বেগ পেতে হবে না সরকারকে। এদিন শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছেন, 'আমি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির সভায় যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। কারণ আবেদনগুলি আমন্ত্রণ জানানোর জন্য বিজ্ঞাপন নির্দেশিকা লঙ্ঘন করেছে। এর মাধ্যমে আগে থেকে ঠিক করে রাখা প্রার্থীকেই নির্বাচিত করা হবে। এটি প্রহসনমূলক একটি প্রক্রিয়া।'
আরও পড়ুন- West Bengal Budget 2023 Live Updates: সামনেই পঞ্চায়েত ভোট, গ্রামীণ বাংলার উন্নয়নেই বাড়তি নজর?
এদিকে, বিধানসভায় তথ্য কমিশনার নির্বাচনের বৈঠকের পর আজ দুপুরেই রাজ্য বাজেট পেশ হবে। রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনের আগে এদিনের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিত মহল। গ্রাম বাংলার উন্নয়নে আরও বাড়বে বরাদ্দ? নজর থাকবে সেদিকেই।