scorecardresearch

হঠাৎ মমতার রেল সফরে কেন এত রাগ শুভেন্দুর? তুলকালাম নালিশে রেলমন্ত্রীকে চিঠি

মুখ্যমন্ত্রীর রেল-সফর নিয়ে একাধিক অভিযোগ তুলে রেলমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার।

Suvendu wrote Railway Minister raising several complaints about Mamata's rail tour
আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল-সফর নিয়ে একাধিক অভিযোগ তুলে খোদ রেলমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সম্প্রতি ট্রেনে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মুর্শিদাবাদ সফর শেষ করে কলকাতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো। তার আগে হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে চেপে মালদহে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরেই বেনজির উষ্মা শুভেন্দু অধিকারীর।

টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছি। ৩ মে, ২০২৩ তারিখে 12345 HWH-GHY সরাইঘাট এক্সপ্রেসের যাত্রী পরিষেবা ইচ্ছাকৃতভাবে বিঘ্নিত করা হয়েছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যাত্রী হিসেবে ওই ট্রেনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহযোগীরা ছিলেন। ট্রেনটি কার্যত হাইজ্যাক করা হয়েছিল। রাজনৈতিক কারণে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। ট্রেনের সময়সূচি বিঘ্নিত করে রেলের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।”

আরও পড়ুন- মমতা-অভিষেকের বাড়ির সামনে দিয়ে DA মিছিল, পুলিশে-পুলিশে ছয়লাপ, তৈরি জলকামান

এর আগেও নানা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক অনিয়ম নিয়ে মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল সফর ঘিরে শুভেন্দু অধিকারীর এই নতুন অভিযোগ এখন জোর চর্চায়। যদিও বিরোধী দলনেতার এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের তরফে সরাসরি এখনও কোনও বিবৃতি মেলেনি।

আরও পড়ুন- বাধাহীন পথে তৈরির দোরগোড়ায় ‘মোকা’, আজই চার জেলায় বৃষ্টির পূর্বাভাস

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Suvendu wrote railway minister raising several complaints about mamatas rail tour595820