Advertisment

Suvendu Adhikari: এবার বাংলাদেশ হাইকমিশনে বিজেপি, সিডি দিয়ে শেখ হাসিনাকে নালিশ শুভেন্দুদের?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ জানালেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে?

author-image
Joyprakash Das
New Update
Suvendu Adhikari

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ জানালেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে?

Suvendu Adhikari: বাংলাদেশে কোটা নিয়ে আন্দোলনের জেরে ইতিমধ্যে কলকাতায় একাধিক বিক্ষোভ করেছে বামপন্থী দলগুলি। মিছিল হয়েছে কলকাতার রাজপথে। এবার পরশি দেশের মাটিতে নানা স্লোগান নিয়ে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে নালিশ জানিয়ে এলেন শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বিধায়ক দল। শুভেন্দুর দাবি, "বাংলাদেশের আন্দোলনে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। স্লোগানকারী জামাত, রাজাকারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।"

Advertisment

এদিকে এদিন বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় বিজেপি বিধায়কদের। ব্যারিকেড দিয়ে তাঁদের আটকানো হয়। তারপর তাঁরা বাংলাদেশ হাইকমিশনারের অফিসে যান। শুভেন্দুর বক্তব্য, "আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিংয়ে স্লোগান শুনেছি। জামাত, রাজাকার, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি। আমরা উদ্বিগ্ন। গত শনিবার ডেপুটি হাইকমিশনারকে মেইল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে। তিনি আমাদের আসার জন্য আমন্ত্রণ জানান। বিধায়কদের নামে তালিকা চান। সেটা আমরা দিয়ে দিই। এই রাস্তায় ব্যারকেড থাকে না।"

< TMC leader accused of beating: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ! কাঠগড়ায় রাজারহাটের তৃণমূল নেতা >

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ জানালেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে? তিনি বলেন, "আমরা চারটে ভিডিও ক্লিপিংয়ের কথা বলেছি। একটাতে বলছে, "শেখ হাসিনার বাবার নাম, হরে কৃষ্ণ হরে রাম।" বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার, জামাতরা ভারতীয় পন্য বর্জন করুন বলে প্রচার করছে। পেঁয়াজ না গেলে তো ৩০০টাকা কেজি হবে! "ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি।" এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারতমাতার অপমান আমাদের আপমান। বিজিবির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান। সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারও নেই। আমরা বলেছি, সিডি দিয়ে গেলাম। ডেপুটি হাইকমিশনের মাধ্যমে আমরা বলেছি ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া, ভারত বিরোধী স্লোগান দেওয়া, ভারতের প্রধানমন্ত্রীর নাম ধরে অসম্মান করে লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।"

২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরজায় খটখট করলে আশ্রয় দেব। তবে তিনি বলেছিলেন, বাংলাদেশে ব্যাপারে কিছু বলবো না সেটা কেন্দ্রীয় সরকারের বিষয়। এদিকে সিডি দিয়ে অভিযোগ জানালেও শুভেন্দু বলেন, "আন্দোলন নিয়ে কোনও মন্তব্য নেই। অন্য দেশের ইস্যু। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা নাক গলাতে চাই না।"

Suvendu Adhikari Bengal BJP Bangladesh Quota Protest bjp
Advertisment