Advertisment

RG Kar Doctors Protest: মমতা দাবি মানলেও খুশি নন জুনিয়র ডাক্তাররা, কর্মবিরতি চালিয়ে যাবেন আন্দোলনকারীরা

RG Kar Doctors Protest: ৫ দফা দাবির মধ্যে অধিকাংশই মেনে নিয়েছে রাজ্য সরকার। পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অপসারণ করা হচ্ছে। তাও কর্মবিরতি তুলছেন না জুনিয়র ডাক্তাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
Junior Doctor, RG Kar Case, Protest March

বৈঠক সদর্থক হলেও কর্মবিরতি চালিয়ে যাবেন আন্দোলনকারীরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

RG Kar Doctors Protest: প্রথমে নবান্ন, তার পরে কালীঘাট। বার বার ভেস্তে যাওয়ার পর সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বহু প্রতীক্ষীত বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। প্রায় ৫ ঘণ্টা পর বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্যভবনের সামনে ধরনামঞ্চে চলে যান জুনিয়র ডাক্তাররা। যাত্রাপথেই বাসের মধ্যে থেকে ভিডিও বার্তায় আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি মানা হলেও তাঁরা খুশি নন।

Advertisment

ধরনামঞ্চে এসে জুনিয়র ডাক্তাররা বলেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেবেন। আন্দোলনের বড় জয় এটা। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিসিপি নর্থকেও সরানো হবে। এটাও আমাদের আন্দোলনের বড় জয়। সাধারণ মানুষ ও আমাদের আন্দোলনের চাপেই নতি স্বীকার করল প্রশাসন। স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনেও হবে। তবে এটা মৌখিক আশ্বাস। আগে বাস্তবায়ন হবে, সুপ্রিম শুনানি শুনব। তারপর সব মেডিক্যাল কলেজের সঙ্গে কথা বলে কর্মবিরতি তোলার কথা ভাবা হবে। আমাদের বোনের বিচার এখনও বাকি আছে। লড়ছি, লড়ব।

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মিটিং চলেছে ৫ ঘণ্টার বেশি। জুনিয়ররা ৪২ জন সই করেছেন বৈঠকের মিনিটসে। মুখ্যসচিব সই করেছেন রাজ্যের তরফে। তাঁরা অনেক ইস্যু তুলেছেন, আমরাও আমাদের বক্তব্য রেখেছি। ওঁদের ৫টা দাবি ছিল। প্রথমটা সিবিআই কেস তদন্ত করছে। বাকি ৪টে দাবি ছিল। ৩টে নাম দিয়েছিল। আমি ওঁদের বোঝালাম একসঙ্গে পুরো ঘর খালি করলে প্রশাসন চলবে কী করে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণের দাবি ছিল ওঁদের। স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বিরুদ্ধে ক্ষোভ, তাই তাঁদের সরানো হচ্ছে।'

বাকি দাবিগুলি নিয়ে মমতা বলেছেন, 'আগামিকাল বিকেল ৪টের পর কলকাতা পুলিশের কমিশনার বদল হবে। নতুন কমিশনারকে দায়িত্ব দেবেন বিনীত গোয়েল। বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাঁকে দেওয়া হচ্ছে। বিনীত ডাক্তারদের কথা মেনে নিয়েছেন। ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরিয়ে দেওয়া হবে। হাসপাতালে তাঁদের সুরক্ষা-নিরাপত্তা গুরুত্ব দিয়ে দেখা হবে। মুখ্যসচিবের অধীনে একটি কমিটি হবে। সেই কমিটিতে অভিযোগ জানাবেন ডাক্তাররা। বৈঠক ইতিবাচক হয়েছে। ওঁরা ছোট বলে ওঁদের সব দাবি মেনে নিয়েছি। আমি বলেছি, ফিরে গিয়ে আলোচনা করো। এরপর তোমরা কাজে যোগদান করো। মানুষের স্বার্থে কাজে যোগ দিতে বলেছি।'

আরও পড়ুন সরছেন সিপি, দুই স্বাস্থ্যকর্তা, বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের

জুনিয়র ডাক্তাররা কী বলেছেন?

জুনিয়র ডাক্তারদের তরফে এদিন সংবাদ সম্মেলনে বলা হয়, "ন্যায়বিচারের আন্দোলনের ৩৮তম দিন আমরা সদিচ্ছা দেখাতে আজকের আলোচনায় গিয়েছিলাম। কিছু সদর্থক আলোচনা হয়েছে। কিছু বিষয়ে ধোঁয়াশা রয়েছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডিসি নর্থ-সহ স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানোর আশ্বাস দেওয়া হয়েছে। আন্দোলনের চাপে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে সরকার। থ্রেট সিন্ডিকেট, দুর্নীতি-সহ বিষয়ে ফের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। যতক্ষণ না আজকের আশ্বাস বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে। তারপর সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে"।

আরও পড়ুন আরজি করে খুন, 'কান' টেনে 'বড় মাথা' ধরতে 'সুপারপ্ল্যান' রেডি? CBI স্ক্যানারে কারা?

Mamata Banerjee West Bengal RG Kar Medical College Kolkata Doctor Rape-Murder Case RG Kar Case
Advertisment