Advertisment

Junior Doctor's Protest: সরছেন সিপি, দুই স্বাস্থ্যকর্তা, বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের

Junior Doctor's Protest: ৫ দফা দাবিতে একটানা ধরনা চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কথা বলে সমস্যা মোতে বারবার চেষ্টায় রাজ্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Junior Doctor, RG Kar Case, Protest March

জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Junior Doctor's Protest:বৈঠক শেষে বেরিয়ে এলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল। প্রায় ৫ ঘণ্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোলেন চিকিৎসকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুনিয়র ডাক্তাররা বলেন, 'আমাদের ৫ দফা আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সদর্থক আলোচনা হলেও বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা হলেও সব বিষয়ে জট কাটেনি"।

Advertisment

কিছু বিষয়ে সহমত হলেও ধোঁয়াশা অনেক বৈঠক শেষে বেরিয়ে এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'অপেক্ষা করানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মিটিং চলেছে ৫ ঘণ্টার বেশি। জুনিয়ররা ৪২ জন সই করেছেন। মুখ্যসচিব সই করেছেন রাজ্যের তরফে। তাঁরা অনেক ইস্যু তুলেছেন, আমরাও আমাদের বক্তব্য রেখেছি। সিবিআই কেস তদন্ত করছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণের দাবি ছিল ওঁদের। স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বিরুদ্ধে ক্ষোভ, তাই তাঁদের সরানো হচ্ছে। আগামিকাল ৪টের পর কলকাতা পুলিশের কমিশনার বদল হবে। নতুন কমিশনারকে দায়িত্ব দেবেন বিনীত গোয়েল। বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাঁকে দেওয়া হচ্ছে। বিনীত ডাক্তারদের কথা মেনে নিয়েছেন। ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরিয়ে দেওয়া হবে। হাসপাতালে তাঁদের সুরক্ষা নিরাপত্তা গুরুত্ব দিয়ে দেখা হবে। মুখ্যসচিবের অধীনে একটি কমিটি হবে। সেই কমিটিতে অভিযোগ জানাবেন ডাক্তাররা। বৈঠক ইতিবাচক হয়েছে। ওঁরা ছোট বলে ওঁদের সব দাবি মেনে নিয়েছি। আমি বলেছি, ফিরে গিয়ে আলোচনা করো। এরপর তোমরা কাজে যোগদান করো। মানুষের স্বার্থে কাজে যোগ দিতে বলেছি।'

জুনিয়র ডাক্তারদের তরফে এদিন সংবাদ সম্মেলনে বলা হয়, "ন্যায়বিচারের আন্দোলনের ৩৮ তম দিন আমরা সদিচ্ছা দেখাতে আজকের আলোচনায় গিয়েছিলাম। কিছু সদর্থক আলোচনা হয়েছে। কিছু বিষয়ে ধোঁয়াশা রয়েছে। আমাদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডিসি নর্থ সহ স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানোর আশ্বাস দেওয়া হয়েছে। আন্দোলনের চাপে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে সরকার। থ্রেট সিন্ডিকেট, দুর্নীতি সহ বিষয়ে ফের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। যতক্ষণ না আজকের আশ্বাস বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে। তারপর সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে"।

সোমবার সন্ধে ৬.৪০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বহু প্রতীক্ষীত, বহু কাঙ্ক্ষিত বৈঠক অবশেষে শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরে বসে কাজ করেন সেখানে বসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা শুরু হয়। একটি সংবাদমাধ্যমকে মমতা জানিয়েছেন, তিনি এই বৈঠক নিয়ে আশাবাদী। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ।

একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আজ আবারও বৈঠকে ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যসচিব। সুপ্রিম কোর্টের নির্দেশিকা উল্লেখ করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চিঠি দিয়েছিলেন তিনি। শেষমেশ সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন আন্দোলনকারীরা। কালীঘাটে পৌঁছয় জুনিয়র ডাক্তারদের বাস। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আসা দুই পেশাদার স্টেনোগ্রাফারকেও মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

যদিও বৈঠকে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, বৈঠকে তাঁদের সঙ্গে থাকবেন স্টেনোগ্রাফার। বলেছেন, 'প্রত্যেক জিনিস লেখা হবে। সই হবে। সেটা নিয়েই আমরা ফিরব। প্রথম থেকে যে যুদ্ধ চলছে, তা থেকে পিছিয়ে আসছি ভাববেন না। আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করব।’'

৫ দফা দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আগামিকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগের দিন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আবারও বৈঠকে আহ্বান করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

বার বার ভেস্তে যায় বৈঠক

এর আগেও গত রবিবার একইভাবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। নবান্নের পর সেই বৈঠকও ভেস্তে গিয়েছিল। জুনিয়র ডাক্তারের দাবি ছিল, তারা সরকারের শর্ত মেনে নিলেও প্রশাসনের তরফেই শেষমেষ বৈঠক বানচাল করে দেওয়া হয়।

আরও পড়ুন- Fishermen Missing: উত্তাল সমুদ্রে 'উধাও' ৩টি ট্রলার! খোঁজ নেই ৪৯ মৎস্যজীবীর, তল্লাশিতে Aircraft

আরও পড়ুন- TMC Mla's criticism to Junior Doctors: 'হাততালি, ডিস্কো ড্যান্সে আন্দোলন সফল হয় না', ডাক্তারদের চরম কটাক্ষ তৃণমূল বিধায়কের

তবে সূত্রের খবর, কোনও আগাম শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আগামিকাল সুপ্রিম কোর্টে ফের একবার আরজি কর মামলার শুনানি রয়েছে। 

protest CM Mamata banerjee RG Kar Case
Advertisment