Tarapith: স্বপ্নাদেশে পুজো শুরু করেন বণিক, মা তারার আবির্ভাব দিবসে তারাপীঠে লোকারণ্য

Tarapith News: কথিত আছে, শুক্লা চতুর্দশীর এই দিনেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত। সেই প্রাচীনকাল থেকেই এই দিনটি মা তারার আবির্ভাব দিবস হিসাবে প্রচলিত।

Tarapith News: কথিত আছে, শুক্লা চতুর্দশীর এই দিনেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত। সেই প্রাচীনকাল থেকেই এই দিনটি মা তারার আবির্ভাব দিবস হিসাবে প্রচলিত।

author-image
Ashis Kumar Mondal
New Update
Tarapith News: মা তারার আবির্ভাব দিবসে তারাপীঠে বহু পুণ্যার্থীর ভিড়

Tarapith News: মা তারার আবির্ভাব দিবসে তারাপীঠে বহু পুণ্যার্থীর ভিড়

Tarapith News: আজ, বুধবার শুক্লা চতুর্দশী। মা তারার আবির্ভাব দিবস। কথিত আছে, শুক্লা চতুর্দশীর তিথিতেই মা তারার আবির্ভাব হয়েছিল। সেই আবির্ভাব দিবসে মা তারাকে পুজো দেওয়ার ভিড় তারাপীঠে। 

Advertisment

কথিত আছে জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদীর উপর দিয়ে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেছিলেন। সেখানে সাপের কামড়ে তাঁর পুত্রের মৃত্যু হয়েছিল। তারাপীঠে নোঙর করায় বণিকের ভৃত্য রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের একটি পুকুরে ধুতে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। 

ভৃত্যরা এই অলৌকিক ঘটনাটি বণিককে জানালে, বণিক সর্পদংশনে মৃত তাঁর পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতে শুরু করে। তখন মৃত পুত্র জয় তারা, জয় তারা উচ্চারণ করতে করতে বেঁচে ওঠেন। তখনই বণিক বুঝতে পারেন এই পুকুরে কোনও ঐশ্বরিক শক্তি আছে। বর্তমানের সেই পুকুরটি জীবিত কুণ্ড নামে খ্যাত। সেই রাতেই বণিককে স্বপ্ন দেন মা তারা। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্ন পেয়ে সেই দিনটিতেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত।

আরও পড়ুন অবাক কারণে এবছর লক্ষ্মী পুজো বন্ধ এই গ্রামে, বিশদে জানলে চমকে উঠবেন!

Advertisment

তাই প্রাচীন কাল থেকে এই দিনটিকে মা তারার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বছরের এই একটি দিনে মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে নিয়ে এসে মন্দিরের সামনে থাকা বিরাম মঞ্চে অধিষ্ঠিত করা হয়। দিনভর সেখানেই মা তারাকে পুজো দিতে পারেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় আরতির পর ফের মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আজকের দিনে মা তারাকে দুপুরে কোনও ভোগ নিবেদন করা হয় না। তাই এই দিনটিতে মা তারার সেবাইতেরাও উপবাস থাকেন। সন্ধ্যায় ভোগ নিবেদনের পর উপবাস ভঙ্গ করেন তাঁরা।

Birbhum Tarapith Temple West Bengal Tarapith