বঙ্গের রাজভবনে প্রজাতন্ত্র দিবসে রাজ্যপাল সি আনন্দ বোসের হাতেখড়ি ও জয় বাংলা স্লোগান নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। বাংলাদেশের স্লোগান জয় বাংলা, যে স্লোগান এখন মিছিল, সভা-সমাবেশে তৃণমূল নেতৃত্বের মুখে মুখে ফেরে। সেই জয় বাংলা স্লোগান রাজ্যপালের মুখে। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সিভি আনন্দ বোসের এই স্লোগান দেওয়াকে দ্ব্যর্থহীন ভাষায় সমালোচনা করেছেন।
শুধু তৃণমূলের স্লোগান বলে নয়, বিদেশি স্লোগান কেন রাজ্যপালের মুখে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্য়াপক তথাগত রায়। তিনি একসময় ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, 'আমি এর আগেও জয় বাংলা স্লোগানের প্রতিবাদ করেছি। আমরা যেমন জয়হিন্দ বলি তেমনই বাংলাদেশে জয় বাংলা। ভারতের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলাটা একেবারে অনুচিত। একথা আমি আগেও বলেছি।'
আরও পড়ুন- দিল্লির তলব! রাতেই রাজধানীমুখী রাজ্যপাল, পরামর্শ দেবেন ধনখড়?
২০২১ বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্বের মুখে মূহুর্মুহু জয় বাংলা স্লোগান শোনা গিয়েছে। কার্যত জয় বাংলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগানে পরিণত। বাংলাদেশের স্লোগান কেন তৃণমূল নেতৃত্বের মুখে তা নিয়ে বিতর্ক হলেও প্রজাতন্ত্র দিবসে রাজ্যপাল সেই স্লোগান দেওয়ায় তোলপাড় হচ্ছে। তথাগত বলেন, 'তৃণমূল যে এই স্লোগান দেয় সেটা ভাল করে না। মমতা সরকার চুরিতে নিমজ্জিত, ভুয়ো শিক্ষক নিয়োগ করেছে সেটা তো ভাল করেনি।
তৃণমূলের স্লোগান রাজ্যপালের মুখে? বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় বলেন, 'রাজ্যপাল নির্বাচিত সরকারের পরামর্শে চলেন। সেই সরকার যা বলবে রাজ্যপাল সেভাবে চলবে সেটাই তো সংবিধানের বিধান। স্লোগান তো দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পরামর্শেও দিতে পারেন এমনটা হতে পারে। আমি জানি না কি হয়েছে। স্লোগানটা দেওয়া ভুল ও অন্যায়। ভারতের মাটিতে দাঁড়িয়ে একটা বিদেশী স্লোগান দেওয়া যে অন্যায় এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।