Chemical Factory Blast: রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ,মৃত্যুমিছিল, হাসপাতালে অঝোরে কান্না... আর্তনাদ উদ্ধার অভিযান চলছে।
তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ফলে বিরাট দুর্ঘটনার খবর সামনে এসেছে। রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ডজনের বেশি শ্রমিক আহত হয়েছেন বলে খবর। তবে স্থানীয় সূত্রে দাবি বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বলা হচ্ছে যে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের শব্দ দূর-দূরান্তে এলাকা থেকেও মানুষ শুনতে পান। সাঙ্গারেড্ডি জেলার পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে। বিস্ফোরণের কারণ এবং এর জন্য কারা দায়ী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূরে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় কারখানার বেশ কয়েকজন শ্রমিকের দেহ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। বিস্ফোরণে ফলে পুরো ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলে ৪টি দমকলের ইঞ্জিন, মেডিকেল টিম এবং একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের সময় কারখানায় ১০০ জনেরও বেশি কর্মী হাজির ছিলেন বলে খবর। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের হায়দ্রাবাদ হাসপাতালে রেফার করা হয়েছে।
তেলেঙ্গানায় কেমিক্যাল ফ্যাক্টরিতে বিরাট বিস্ফোরণে মৃত্যুমিছিল। বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। সাংগারেড্ডি পুলিশের এক কর্তা জানিয়েছেন, “আমরা এখনও নিশ্চিত নই ঠিক কতজন ভিতরে আটকে আছেন। উদ্ধার হওয়া কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর।” ঘটনাস্থলে ইতিমধ্যেই ১১টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে। জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, “ভবনের ভিতরে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন। উদ্ধার ও আগুন নেভানোর কাজ চলছে।” এই ঘটনায় এখনও পর্যন্ত তেলেঙ্গানার কংগ্রেস সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে বিরোধী দল বিএআরএস (BRS)-এর কার্যকরী সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা কেটি রামা রাও এক বিবৃতিতে বলেন,
“বিস্ফোরণের জেরে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনকে অনুরোধ করছি, অবিলম্বে দুর্ঘটনাস্থলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের যথাযথ ব্যবস্থা করুন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করুন। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি সরকারের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানাচ্ছি।”