Kolkata Metro disruption June 30 2025: সোমবার সপ্তাহের প্রথম দিনে কলকাতা মেট্রোয় জোড়া বিভ্রাট! চরম বিপাকে নিত্যযাত্রীরা। এদিন সাতসকালে সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝে মেট্রোর লাইনে জল জমে গিয়ে বিপত্তি তৈরি হয়। বন্ধ করে দিতে হয় মেট্রো চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের বিভ্রাট বেলগাছিয়ায়।
এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা গিয়েছে। তবে পরিস্থিতি সামলে দুরন্ত তৎপরতার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই মেট্রো চলাচল স্বাভাবিক করে দেয় কর্তৃপক্ষ। যদিও সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে এই জোড়া বিভ্রাটে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে মেট্রো যাত্রীদের।
সোমবার সকালে গিরিশ পার্কে এসে দাঁড়িয়ে পড়ে কবি সুভাষগামী মেট্রো। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সেন্ট্রাল থেকে চাঁদনি চক স্টেশনের মাঝে লাইনে জল জমে গিয়ে বিপত্তি তৈরি হয়। তারই জেরে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে মেট্রো চলাচল বন্ধ রাখা হয় একাংশে।
আরও পড়ুন- West Bengal News Live Updates:ফের ভূমিকম্প! রবিবারের পর সোমবারেও চরম আতঙ্কে তোলপাড়
এদিন সকালে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলেছে কিছুক্ষণ। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। সকাল ১০:৫৮ মিনিট থেকে স্বাভাবিক হয় মেট্রো চলাচল।
আরও পড়ুন-weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছের এপ্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!
এর কিছুক্ষণের মধ্যেই ফের বিভ্রাট মেট্রোয়। বেলগাছিয়ায় মেট্রো স্টেশনে কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন কিংবা কেউ লাইনে পড়ে গিয়েছেন বলে শোনা যায়। সেই ঘটনার জেরেও গিরিশ পার্ক থেকে কবি সুভাষ আর দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া আপ-ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। তবে সেক্ষেত্রেও যথেষ্ট তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে সোমবার বেলা ১২:২৮ থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন- Air India Flight Divert: বিরাট দুর্ঘটনা থেকে কোনওমতে রেহাই, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের, কলকাতা বিমানবন্দরে হুলস্থূল
এদিকে, সোমবার সকালে এই জোড়া বিভ্রাটে যারপরনাই সমস্যার মুখে পড়তে হয়েছে মেট্রোযাত্রীদের। অনেকেই এদিন কর্মস্থলে পৌঁছোতে গিয়ে বেশ ভোগান্তির মুখে পড়েছেন। মেট্রো বন্ধ হওয়ায় নির্ধারিত ষ্টেশনের আগেই অনেককে নেমে যেতে হয়েছে। বাস, ট্যাক্সি বা অন্য উপায়ে কর্মস্থলে পৌঁছেছেন অনেকে।