তীব্র দাবদাহ শেষে অবশেষে বৃষ্টির হাত ধরে ফিরেছে স্বস্তি। এবার কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারই কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মঙ্গলবারও ঝড়-বৃষ্টির পবর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। তবে এই পর্বে এই স্বস্তি আর বেশি দিন বজায় থাকবে না। আপাতত মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে। বুধবার থেকে ফের এক দফায় নতুন করে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এমনকী মে মাসে ফের এক দফায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে এসপ্তাহের প্রথম দু'দিন ঝড়-বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- দার্জিলিঙের রাস্তায় ব্ল্যাক প্যান্থার! মুহূর্তে ক্যামেরাবন্দি কালো চিতা
ঝড়-বৃষ্টির হাত ধরে অসহ্য গরমে সাময়িক স্বস্তি মিললেও তা আর বেশি দিন স্থায়ী হবে না। আগামী বুধবার থেকেই ফের একবার পারদ বাড়তে শুরু করবে। দিন কয়েক ধরে বাড়তে বাড়তে এসপ্তাহের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রির পারদ ছুঁতে পারে।
আরও পড়ুন- লালে লাল একুশের সবুজ দেওয়াল, পঞ্চায়েতের দৌড়ে বর্ধমানে তৃণমূলকে শুরুতেই ‘টেক্কা’ সিপিএমের
শহর কলকাতাতেও ফের এক দফায় ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবারের পর থেকে কলকাতায় বাড়বে গরম। তবে কলকাতায় নতুন করে এখনই তাপপ্রবাহের আশঙ্কা নেই।