New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/shootout.jpg)
Baruipur News: প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণে মারার হুমকি
Baruipur News: প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণে মারার হুমকি
Baruipur News: নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা। আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণে মারার হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
রবিবার সকাল ৯টা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাসগ্রামের পাঁচঘড়াতে মিন্টু ঘড়ামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল। তখনই তাঁর প্রতিবেশী বশির ঘরামি এসে ড্রেনের কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজি এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরেই বসিরের জামাই প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মন্টু ঘরামির উপর চড়াও হয়। তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বশির ঘরামির জামাই খোকন সেই বন্দুক নিয়ে বশির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে। এলাকাবাসীরা বসির ঘরামির বাড়ি ঘিরে ফেলে। বারুইপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বারুইপুর থানার পুলিশ বশির ঘরামির বাড়ি থেকে তাঁর জামাই খোকন ও একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন সাবমার্সিবল পাইপ পুঁততে গিয়ে অঘটন! জলের বদলে বেরলো গ্যাস ও আগুন, বিরাট আতঙ্ক গ্রামে
প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন। যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মল্লিকপুর জুড়ে।