Quetta attack: পাকিস্তানে ফের ভয়াবহ বোমা বিস্ফোরণ, প্যারামিলিটারি সদর দপ্তরের সামনে বিধ্বংসী হামলায় মৃত্যুমিছিল

car bomb blast: ফের পাকিস্তানে বোমা বিস্ফোরণ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

car bomb blast: ফের পাকিস্তানে বোমা বিস্ফোরণ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Quetta attack,  car bomb blast  ,Balochistan terrorism  ,paramilitary headquarters , casualties & injuries,  gun battle,  militant assault  ,insurgency Balochistan  ,terror incident Pakistan,  security forces response,কোয়েটা হামলা  ,বোমা বিস্ফোরণ কোয়েটা , বেলুচিস্তান সন্ত্রাস,  নিরাপত্তা বাহিনী হামলা,  নিহত ও আহত,  গুলির লড়াই,  বিচ্ছিন্নতাবাদী হামলা,  পারামিলিটারি সদর  ,সংবাদ প্রতিবেদন,সন্ত্রাসবাদ বিরোধী

Quetta attack: ভয়াবহ বিস্ফোরণের পরের মুহূর্তের ছবি।

Balochistan terrorism: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার প্যারামিলিটারি বাহিনীর সদর দপ্তরের সামনে শক্তিশালী এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

Advertisment

পুলিশ জানায়, বিস্ফোরণের আগে গাড়িতে থাকা চারজন সশস্ত্র হামলাকারী নেমে এসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি চালায়। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন- Durga Puja 2025: মহাষ্টমীর শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর! মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে পুজোর গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়

Advertisment

এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও, স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর দিকে সন্দেহ করা হচ্ছে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার আশঙ্কা প্রকাশ করেছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি সদর দপ্তরের সামনে এসে থামে, তারপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পরে গোলাগুলির শব্দ শোনা যায়। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা ভেঙে যায় এবং বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন-West Bengal News Live Updates: পুজোর মধ্যেই তুলকালাম জগদ্দলে, অর্জুন সিংয়ের বাড়ির সামনে ফের বোমা-গুলি, ভাঙচুর ভাইপোর গাড়িতে

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়ে জাতির মনোবল ভাঙতে পারবে না। আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর ত্যাগ বৃথা যাবে না।” তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই কোয়েটার এক স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিল। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো স্বাধীনতার দাবিতে হামলা চালিয়ে আসছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি অন্যতম।

bomb blast Balochistan pakistan